Mamata Banerjee: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে আরও বড় প্রতিশ্রুতি মমতার! বললেন, ‘ইন্ডিয়া জোটকে লিড করবে বাংলাই’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
পাশাপাশি, এদিন কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ টেনে মমতা স্পষ্ট বলেন, ‘‘বাংলাই ইন্ডিয়া জোটকে লিড করবে৷’’ ভোটের আগে আসন রফা পর্বের টানাপড়েন নিয়ে কার্যত ‘চিড়’ ধরেছিল ইন্ডিয়া জোটে৷ তবে, সম্প্রতি, ফের নিজেকে ইন্ডিয়া জোটের অংশ হিসাবে দাবি করেন মমতা৷ স্পষ্ট জানিয়ে দেন, তিনি ইন্ডিয়া জোটে ছিলেন এবং থাকবেন৷ যা নিয়ে রীতিমতো আলোড়িত হয় জাতীয় রাজনীতি৷
বাঁকুড়া: সোমবার সকাল থেকেই রাজ্যে চলছে চব্বিশের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব৷ তার মাঝেই ষষ্ঠ দফার নির্বাচনের জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবারের মতো সোমবারও রাঢ়বঙ্গেই প্রচারে মন দিয়েছেন মমতা৷ এদিন বাঁকুড়ার ওন্দায় সভা করেন তিনি৷ বলা বাহুল্য এদিনের সভা থেকেও বিজেপি সরকারের তুমুল তুলোধনা করেন মমতা৷
বাংলার ‘আইকনিক’ সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ‘বন্ধ’ করে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি৷ মমতা-অভিষেকের গলায় বার বার শোনা গিয়েছে এমন অভিযোগ। এদিন অবশ্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় আশার কথা শোনান তৃণমূলনেত্রী৷
ওন্দার সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার যখন আমি করেছিলাম তখন আমি ভেবেছিলাম ৬০ বছর বয়স পর্যন্ত করব। কিন্তু আমরা ঠিক করেছি, যত বছর মেয়েরা বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।’’ অর্থাৎ, শুধুমাত্র ৬০ বছর পর্যন্ত মহিলারাই নন, এবার থেকে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পেতে চলেছেন বাংলার মহিলারা৷ সভা থেকে তেমনই প্রতিশ্রুতি দিলেন মমতা৷
advertisement
advertisement
আরও পড়ুন: কঠিন ঠাঁই মহারাষ্ট্র! মানরক্ষার লড়াইয়ে ঠাকরে-পওয়ার…অঙ্ক কষছে শিণ্ডে-বিজেপিও, সোমবার মহারাষ্ট্রে শেষ দফার ভোটগ্রহণ
পাশাপাশি, এদিন কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ টেনে মমতা স্পষ্ট বলেন, ‘‘বাংলাই ইন্ডিয়া জোটকে লিড করবে৷’’ ভোটের আগে আসন রফা পর্বের টানাপড়েন নিয়ে কার্যত ‘চিড়’ ধরেছিল ইন্ডিয়া জোটে৷ তবে, সম্প্রতি, ফের নিজেকে ইন্ডিয়া জোটের অংশ হিসাবে দাবি করেন মমতা৷ স্পষ্ট জানিয়ে দেন, তিনি ইন্ডিয়া জোটে ছিলেন এবং থাকবেন৷ যা নিয়ে রীতিমতো আলোড়িত হয় জাতীয় রাজনীতি৷
advertisement
এদিন দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ভোট পড়েছে ৪৮.৪১ শতাংশ৷ বেলা ১ টা পর্যন্ত মোট অভিযোগ জমা পড়েছে ১৩৯৯টি। সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জমা পড়েছে ৩৮৩টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস ৬৩টি, সিপিএম ১৪৮টি ও বিজেপি ৭৬টি এবং কংগ্রেস ১টি। এছাড়া, এনজিআরএস ও সি-ভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ জমা পড়েছে যথাক্রমে ৮৬৩ টি ও ১৫৩টি।
view commentsLocation :
West Bengal
First Published :
May 20, 2024 1:56 PM IST