Abhishek Banerjee: ‘সন্দেশখালির বেলুনে আলপিন..,’ বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভিডিও নিয়েও বিস্ফোরক অভিযোগ, কী বললেন অভিষেক?

Last Updated:

নতুন যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে রেখা-সহ তিন মহিলাকে দেখা গিয়েছে। এক মহিলাকে বলতে শোনা যায়, “আমরা সন্দেশখালির আন্দোলনে যুক্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ছিলাম আমরা সবাই। আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা?”

দক্ষিণবঙ্গ: কিছুদিন আগেই সন্দেশখালির এক বিজেপি নেতার ভিডিও ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে৷ এর পর আবারও বিতর্কের কারণ হয়ে দাঁড়াল সন্দেশখালির আরও একটি ভিডিও৷ যদিও কোনও ভিডিওরই সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা৷ বৃহস্পতিবার রামপুরহাটের সভামঞ্চে দাঁড়িয়ে সন্দেশখালি নিয়ে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
এদিন অভিষেক বলেন, ‘‘সন্দেশখালির বেলুনে আলপিন ফুটে গেছে৷ কলুষিত করার চক্রান্ত সামনে চলে এসেছে৷ গঙ্গাধর কয়াল (সন্দেশখালিতে বিজেপির এক মণ্ডল সভাপতি) বলছেন নির্যাতন ধর্ষণ হয়নি।’’
এরপরেই অভিষেকের মন্তব্য, ‘‘কয়েকটা ভোটের জন্য বিজেপি দেশের কাছে বাংলাকে অসম্মান করেছে৷ রেখা পাত্রর একটা ভিডিও এসেছে সামনে। তিনি বলছেন, যে বিজেপি যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে তারা আসল নয়।’’
advertisement
advertisement
আরও পড়ুন: বহরমপুরে আজ দুই ‘পাঠান’! তৃণমূলপ্রার্থী দাদার হয়ে রোড শো করলেন ইরফান পাঠান, দেখুন ভিডিও
নির্বাচন চলাকালীন ভাইরাল হয়েছে সন্দেশখালির আরও একটি ভিডিও। ভাইরাল ওই ভিডিওয় বিস্ফোরক দাবি করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের। সন্দেশখালির আন্দোলনকারী হিসেবে যাঁদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করলেন তিনি। আন্দোলনকারী মাম্পি দাসও প্রশ্ন তুললেন। ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা।
advertisement
নতুন যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে রেখা-সহ তিন মহিলাকে দেখা গিয়েছে। এক মহিলাকে বলতে শোনা যায়, “আমরা সন্দেশখালির আন্দোলনে যুক্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ছিলাম আমরা সবাই। আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা?”
আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ার দিন মনোনয়ন জমা দেবেন অভিষেক, শুক্রবার হাজরা থেকে গোপালনগর পর্যন্ত হতে পারে একটি রোড শো
এর এক মহিলা বলেন, “অনুপ দাস নিয়ে গিয়েছিল বলে খবর পেয়েছি। ভিতরে ভিতরে শিবু হাজরার কাছ থেকে মাসে ১০ হাজার টাকা করে নিতেন। ওঁর সঙ্গে একজন গিয়েছিলেন, তাহলে কি ওই মহিলা তৃণমূলের লোক, উপরে উপরে বিজেপি করেন?”
advertisement
ওই ভিডিওয় রেখাকে বলতে শোনা যায়, “আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালিতে পড়ে আছি, তাহলে আমাদের হয়ে কারা গিয়েছে, তা জানা প্রয়োজন। আর রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন যে, আমাদের কিছু জানিয়েছিলেন? আমরা আন্দোলনের মুখ, আমাদের না নিয়ে গিয়ে অন্যদের সাজিয়ে বিয়ে যাওয়ার সাহস কে দিয়েছে?”
আন্দোলনকারী মহিলাদের দাবি, সন্দেশখালির নির্যাতিতা বলে কিছু জনকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পেরেছেন তাঁরা। আন্দোলনকারীদের প্রশ্ন, “তাহলে আমরা কারা?” এখানে উল্লেখযোগ্য বিষয় হল, ভিডিও-য় রাষ্ট্রপতির কাছে যাওয়া মহিলাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিজেপি প্রার্থী রেখা।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Abhishek Banerjee: ‘সন্দেশখালির বেলুনে আলপিন..,’ বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভিডিও নিয়েও বিস্ফোরক অভিযোগ, কী বললেন অভিষেক?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement