Abhishek Banerjee: অক্ষয় তৃতীয়ার দিন মনোনয়ন জমা দেবেন অভিষেক, শুক্রবার হাজরা থেকে গোপালনগর পর্যন্ত হতে পারে একটি রোড শো
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত বিভিন্ন বিধানসভার বিধায়করা থাকবেন। হাজরা থেকে গোপালনগর পর্যন্ত একটি রোড শো হতে পারে এই মনোনয়ন পর্ব ঘিরে।
আবীর ঘোষাল, কলকাতা: অক্ষয় তৃতীয়ার দিনে মনোনয়ন জমা দেবেন অভিষেক বন্দোপাধ্যায়। আগামিকাল, অর্থাৎ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় তিনি আলিপুরে জেলাশাসকের অফিসে এই মনোনয়ন জমা দেবেন। অভিষেকের সঙ্গে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত বিভিন্ন বিধানসভার বিধায়করা থাকবেন। হাজরা থেকে গোপালনগর পর্যন্ত একটি রোড শো হতে পারে এই মনোনয়ন পর্ব ঘিরে।
২০১৪ সালে প্রথমবার ডায়মন্ড হারবার লোকসভায় প্রার্থী হয়েছিলেন অভিষেক। সে বার ৭১ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হয়ে প্রথম বার সংসদে গিয়েছিলেন তিনি। ২০১৯ সালের লোকসভা ভোটে দ্বিতীয় বার প্রার্থী হয়ে নিজের জয়ের ব্যবধান তিন গুণ বাড়িছিলেন অভিষেক। আর এ বার নিজের জয়ের ব্যবধানের মাত্রা চার লাখ ছাড়িয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। তাই দক্ষিণ ২৪ পরগনা (সদর) জেলা তৃণমূল নেতৃত্ব সেই লক্ষ্যমাত্রা পূরণে কাজও শুরু করে দিয়েছে। সেই কাজের অন্যতম অধ্যায় হল মনোনয়নপর্ব।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2024 10:53 AM IST










