Lok Sabha Elections 2024: বহরমপুরে আজ দুই ‘পাঠান’! তৃণমূলপ্রার্থী দাদার হয়ে রোড শো করলেন ইরফান পাঠান, দেখুন ভিডিও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
ফ্যানেদের আবদার রেখে ব্যাটে অটোগ্রাফও দিলেন তিনি। ইরফান পাঠানকে দেখে অনেকেই ব্যাট বাড়িয়ে দিচ্ছিলেন অটোগ্রাফের জন্য। তাঁদের আবদার রাখার পাশাপাশি শুভেচ্ছা ও বিনিময় করলেন দুই ভাই।
দক্ষিণবঙ্গ: বহরমপুরে আজ তারকা সমাবেশ৷ দাদার হয়ে ভোটপ্রচারে এলেন ভাই৷ বহরমপুরে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে৷ বৃহস্পতিবার দাদা ইউসুফের হয়ে প্রচার করলেন ইরফান পাঠান।
এদিন বহরমপুর লোকসভার বেলডাঙা থেকে প্রায় ৬ কিলোমিটার রোড শো করেন ইরফান ও ইউসুফ। ফ্যানেদের আবদারও রাখতে দেখা গেল তাঁকে। হুডখোলা গাড়িতে করে দাদার হয়ে প্রচার করেন দুই ভাই৷
আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ার দিন মনোনয়ন জমা দেবেন অভিষেক, শুক্রবার হাজরা থেকে গোপালনগর পর্যন্ত হতে পারে একটি রোড শো
ফ্যানেদের আবদার রেখে ব্যাটে অটোগ্রাফও দিলেন তিনি। ইরফান পাঠানকে দেখে অনেকেই ব্যাট বাড়িয়ে দিচ্ছিলেন অটোগ্রাফের জন্য। তাঁদের আবদার রাখার পাশাপাশি শুভেচ্ছা ও বিনিময় করলেন দুই ভাই।
advertisement
advertisement
#WATCH | West Bengal: TMC candidate from Baharampur Lok Sabha constituency, Yusuf Pathan along with his brother former Indian cricketer Irfan Pathan hold a roadshow in Baharampur. pic.twitter.com/MKtLGswgnm
— ANI (@ANI) May 9, 2024
৬ কিলোমিটার রোড শো করতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে দুই পাঠান ভাইয়ের। রাস্তার দুই ধারে প্রচুর মানুষের ভিড় করেন দুই পাঠান ভাইকে দেখতে।
advertisement
আরও পড়ুন- শুক্রবার ফের কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে, বৃহস্পতিবার দিনভর আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
আগামী ১৩ মে বহরমপুর কেন্দ্রের লোকসভা ভোট। পাঠানকে নিয়ে এসে কার্যত বহরমপুর কেন্দ্রে চমক দিতে যায় তৃণমূল।
Location :
West Bengal
First Published :
May 09, 2024 4:20 PM IST