Burdwan University: হঠাৎ পরীক্ষা পিছনোয় বিতর্ক! এবার আসল কারণ জানাল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 

Last Updated:

পরীক্ষা ছিল পয়লা মার্চ। সেই পরীক্ষা পিছিয়ে দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই পরীক্ষা নেওয়া হবে ৪ মার্চ।

হঠাৎ পরীক্ষা পিছনোয় বিতর্ক, আসল কারণ জানালো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 
হঠাৎ পরীক্ষা পিছনোয় বিতর্ক, আসল কারণ জানালো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 
পরীক্ষা ছিল পয়লা মার্চ। সেই পরীক্ষা পিছিয়ে দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই পরীক্ষা নেওয়া হবে ৪ মার্চ। হঠাৎ করে পরীক্ষার দিন বদল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। ছাত্র সংগঠনগুলি তাদের মতো করে মতামত দিচ্ছে। কিন্তু পরীক্ষা পিছনের পেছনে আসল কারণ হিসেবে কী বলছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কী বলছেন জানেন কি!
শাসক দলের অধ্যাপক সমিতির অনুষ্ঠানের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির পরীক্ষা বাতিলের অভিযোগ তুলেছে এসএফআই। আগামী ১ মার্চ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে আন্ডার গ্রাজুয়েট (GE-1) পরীক্ষা হবার কথা ছিল। কিন্তু হঠাৎই বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে সেই পরীক্ষা৪ মার্চ নেওয়া হবে বলে জানিয়েছে।
advertisement
advertisement
বর্ধমান বিবেকানন্দ কলেজের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে বিশেষ কারণ দেখিয়ে ১মার্চ পরীক্ষা বাতিলের জন্য আবেদন করা হয়।বিশ্ববিদ্যালয়ের এই সিন্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে ছাত্র সংগঠন এসএফ আই। তাদের অভিযোগ, আগামী ১ মার্চ কলকাতায় পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির(WBCUPA) অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মন্ত্রী ব্রাত্য বসুর। আয়োজক সংগঠনের বহু অধ্যাপক ওইদিন কলকাতায় থাকবেন।  সেই কারণেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
advertisement
এস এফ আই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক উষশী রায় চৌধুরী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের নিন্দা করছি। এর আগেও শাসক দলের ছাত্র সংগঠনের অনুষ্ঠানের জন্য পরীক্ষা বাতিলের ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে এস এফ আই বার বার আন্দোলন করেছে। পরীক্ষা সময় মত হয়না। রেজাল্ট সময়ে বার করতে পারে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ধান্তের জন্য প্রায় দেড়শো কলেজের কয়েক হাজার ছাত্রছাত্রীরা সমস্যার মধ্যে পড়ল।
advertisement
যদিও এসএফআইয়ের এই অভিযোগ ঠিক নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর দেবনাথ বলেন, অন্য কোনও কারণে নয়, শুধুমাত্র শিবরাত্রির জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পড়ুয়াদের পক্ষ থেকে এ ব্যাপারে আর্জি জানান হয়েছিল। তা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Burdwan University: হঠাৎ পরীক্ষা পিছনোয় বিতর্ক! এবার আসল কারণ জানাল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement