Employment News: ২০২২-২৩ সালে চাকরির প্রস্তুতির জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত? সাফল্যের এই সূত্র কাজে লাগবে সবার!

Last Updated:

Employment News: সামগ্রিক পরিস্থিতি বিচার করে কীভাবে নিজেকে উপস্থাপিত করতে হবে বোর্ডের কাছে, তা আগে থেকেই ছকে রাখা দরকার।

#নয়াদিল্লি: সময়ের সঙ্গে সঙ্গে চাকরির ধরন যতটুকু না বদলে গিয়েছিল, তা আরও বেশি করে পরিবর্তি হয়েছে করোনাকালে। বিগত দুই বছরে বিশ্বের প্রায় সব দেশের, ভারতের তো বটেই, কর্মক্ষেত্রে দেখা দিয়েছে এমন কিছু সংস্কৃতি, যা আগে ছিল অভাবনীয়। ফলে, এখন ভালো কোনও চাকরি পেতে হলে এই সামগ্রিক পরিস্থিতি বিচার করে কীভাবে নিজেকে উপস্থাপিত করতে হবে বোর্ডের কাছে, তা আগে থেকেই ছকে রাখা দরকার।
চাকরিপ্রার্থী কী করতে চান, সেটা একটা কাগজে লিখে ফেলতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেখানে চাকরিপ্রার্থী কোম্পানির কাছে কীভাবে নিজেকে উপস্থাপন করবেন, কীভাবে নিজের সম্পর্কে জানাবেন, সেই সব কিছু স্পষ্ট ভাবে লিখতে হবে।
advertisement
advertisement
মনে রাখতে হবে, কাগজের এই টুকরোটাই কোম্পানির কাছে চাকরিপ্রার্থী সম্পর্কে ধারণা তৈরি করে দেবে। এর পরবর্তী ধাপ হল, নিজের সম্পর্কে খুঁটিনাটি তথ্য দেওয়ার জন্য একটি নিখুঁত এবং কার্যকরি জীবনীপঞ্জি তৈরি করা। এর মাধ্যমেই চাকরিপ্রার্থী বিশ্বের দরবারে পৌঁছে যাবেন।
advertisement
জীবনীপঞ্জি তিনটি ভাগে বিভক্ত হবে। একটা পাতাতেই থাকবে গোটা বিষয়টা। তবে দক্ষতা, বহুমুখীতা এবং দূরদৃষ্টিতে হাইলাইট করতে বিভিন্ন কোম্পানির জন্য একাধিক জীবনীপঞ্জিও তৈরি করা যায়। বিজনেস স্কুলগুলিতে এই সাধারণ অভ্যাসটির চল রয়েছে।
জীবনীপঞ্জিকে যে ৩ ভাগে ভাগ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা –
১। অভিজ্ঞতা এবং চাকরিপ্রার্থী কী করতে চান তা জানিয়ে দু’লাইনে নিজের সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে।
advertisement
২। কোন বিষয়ে দক্ষ এবং অন্যান্য দক্ষতার পরিচয়।
৩। অভিজ্ঞতার বর্ণণা।
৪। পাঠক্রম বহির্ভূত কার্যক্রম সম্পর্কে বিবরণ।
যে দক্ষতার কথা বেশিরভাগ চাকরিপ্রার্থীরাই এড়িয়ে যান সেটা হল, নেটওয়ার্কিং। এটা কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সাহায্য করে। যোগাযোগের দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া উচিত, এতে আত্মবিশ্বাস বাড়বে।
advertisement
কোম্পানিগুলোতে ঠিক কী হয় এবং চাকরিপ্রার্থী সেখানে কীভাবে আরও মান যোগ করতে পারেন, তা খুঁজে বের করতে জব বোর্ড এবং নেটওয়ার্কিং সাইটগুলিতে আকর্ষণীয় প্রোফাইল তৈরি করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Employment News: ২০২২-২৩ সালে চাকরির প্রস্তুতির জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত? সাফল্যের এই সূত্র কাজে লাগবে সবার!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement