Latest Bangla News: জানুয়ারি থেকেই চালু প্রথম শ্রেণির ক্লাস? পুরোদমে স্কুল শুরুর ভাবনা রাজ্যের

Last Updated:

শিক্ষা দফতর সূত্রে খবর, সম্ভবত জানুয়ারি মাস থেকে কোভিড বিধি মেনে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল চালুর অনুমতি দেওয়া হতে পারে (West Bengal Schools)৷

স্কুলে ফিরবে খুদেরা? প্রতীকী ছবি৷ Photo-PTI
স্কুলে ফিরবে খুদেরা? প্রতীকী ছবি৷ Photo-PTI
#কলকাতা: নভেম্বর থেকে রাজ্যে আংশিক চালু হয়েছে স্কুল৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হয়ে গিয়েছে৷ কিন্তু রাজ্যে কবে থেকে পুরোদমে চালু হবে স্কুল? শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী বছরের শুরুতেই প্রথম শ্রেণি থেকে স্কুল চালুর অনুমতি দিতে পারে রাজ্য সরকার (West Bengal Schools)৷
শিক্ষা দফতর সূত্রে খবর, সম্ভবত জানুয়ারি মাস থেকে কোভিড বিধি মেনে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল চালুর অনুমতি দেওয়া হতে পারে৷ সেক্ষেত্রে স্কুল শুরুর পর ছাত্রছাত্রীদের সড়গড় করতে বিশেষ পরিকল্পনাও নেওয়া হয়েছে৷ কারণ প্রায় কুড়ি মাস স্কুল বন্ধ থাকাকালীন পড়ুয়াদের অনেকের পক্ষেই অনলাইন ক্লাস করা সম্ভব হয়নি৷ ফলে স্কুলের পাঠক্রম থেকে অনেকটাই দূরে রয়েছে তারা৷
advertisement
advertisement
শিক্ষা দফতরের পরিকল্পনা অনুযায়ী, স্কুল খুললে তাই পড়ুয়াদের আগের দুই ক্লাসের পড়া ঝালিয়ে নেওয়া হবে৷ অর্থাৎ অষ্টম শ্রেণির পড়ুয়াদের প্রথম একশো দিন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির পাঠক্রম পড়ানো হবে৷ এর জন্য দেওয়া হবে আলাদা বই৷ একশো দিন পর হবে পরীক্ষা৷ তার পর বর্তমান ক্লাসের সিলেবাস দেওয়া হবে৷
advertisement
যদিও বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, পুরনো ক্লাসের বই পড়াতেই একশো দিন চলে গেলে বর্তমান ক্লাসের পড়াশোনা কবে করানো হবে? শিক্ষা দফতরের দাবি, করোনার সময় সব ক্লাসের পাঠক্রমই অনেকটা কমানো হয়েছে৷ ফলে, সিলেবাস শেষ করার জন্য পর্যাপ্ত সময়ই পাওয়া যাবে৷
advertisement
নবম শ্রেণি থেকে ক্লাস শুরু হওয়ার পর রাজ্যের কোথাওই সেভাবে বড় কোনও বিভ্রাটের খবর নেই৷ সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে কোভিড বিধি মেনেই ক্লাস হচ্ছে৷ তাই পরিস্থিতি দেখে নিয়ে এবার নিচু ক্লাসের পড়ুয়াদেরও স্কুলে ফেরাতে চায় রাজ্য সরকার৷ যদিও আগামী কয়েক দিনে করোনা পরিস্থিতি কী অবস্থায় থাকে, তার উপরেই সব নির্ভর করছে৷
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Latest Bangla News: জানুয়ারি থেকেই চালু প্রথম শ্রেণির ক্লাস? পুরোদমে স্কুল শুরুর ভাবনা রাজ্যের
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement