অবশেষে প্রকাশিত হল প্রাইমারি টেটের ফল! কত জন পাশ করলেন? চমকে দেবে সংখ্যাটা! রেজাল্ট কীভাবে দেখা যাচ্ছে, জেনে নিন
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
২০২৩ এর ডিসেম্বরে প্রাথমিকের টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই পরীক্ষার ফল প্রকাশ হল দুর্গাপুজোর মুখে৷ ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, টেটের ফল প্রকাশ হলেই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
কলকাতা: প্রাথমিকের টেটের ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সন্ধে ৬টা থেকেই প্রাথমিকে টেটের ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। wbbpe.gov.in এই ওয়েবসাইট মারফত ফলাফল জানা যাবে। পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিলেন ৩০৯০৫৪ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ১৪৭ জন। উত্তীর্ণ হলেন ৬৭৫৪ জন। এক থেকে ১০-র মধ্যে ৬৪ জন পরীক্ষার্থী স্থান পেয়েছেন। ফলাফল প্রকাশ করে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ।
২০২৩ এর ডিসেম্বরে প্রাথমিকের টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই পরীক্ষার ফল প্রকাশ হল দুর্গাপুজোর মুখে৷ ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, টেটের ফল প্রকাশ হলেই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূলত ওবিসি জটিলতার কারণেই টেটের ফল প্রকাশ করতে পারছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার সেই ফল প্রকাশ হতে চলেছে। সূত্র মারফত খবর, টেটের ফলপ্রকাশের পর পরই রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। ইতিমধ্যেই শূন্য পদের জন্য রাজ্যের অর্থ দফতরের কাছে ফাইল পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদন চেয়ে।
advertisement
সম্প্রতি টেট নিয়ে এক বিশেষ নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। জানানো হয়, শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য টেট উত্তীর্ণ হতেই হবে। শুধু তা-ই নয় পদোন্নতির জন্যও টেট উত্তীর্ণ হওয়াটা বাধ্যতামূলক়। শীর্ষ আদালতের নির্দেশ মেনে জেলায় জেলায় কর্মরত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের তথ্য চেয়ে পাঠায় পর্ষদ। টেটের ফলপ্রকাশের পর পরই রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হতে পারে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 24, 2025 5:40 PM IST