Job Vacancy Alert: মুর্শিদাবাদ জেলায় প্রচুর নিয়োগ! মোটা অঙ্কের বেতন, দেরি না করে আবেদন করুন আজই
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Job Vacancy Alert: সামাজিক অন্তর্ভুক্তি ও সামাজিক উন্নয়ন একটি যা প্রার্থীদের রুরাল ডেভলপমেন্ট/রুরাল ম্যানেজমেন্ট/ সোশ্যাল ওয়েলফেয়ার/ জেনারেল ম্যানেজমেন্ট/ সোস্যাল সাইন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা এগ্রিকালচার বা allied field-এ চার বছরের BSc ডিগ্রি-সহ গ্রামীণ সমাজ উন্নয়নমূলক কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
মুর্শিদাবাদ: আপনি কি চাকরি খুঁজছেন? মুর্শিদাবাদ জেলায় নিয়োগ করা হবে ৩ জন রিসোর্স পার্সনকে। ৩ পদে নিয়োগ হবে জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আনন্দধারার অধীনে, যা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনজন রিসোর্স পার্সন নিয়োগের জন্য আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে। সামাজিক অন্তর্ভুক্তি ও সামাজিক উন্নয়ন একটি যা প্রার্থীদের রুরাল ডেভলপমেন্ট/রুরাল ম্যানেজমেন্ট/ সোশ্যাল ওয়েলফেয়ার/ জেনারেল ম্যানেজমেন্ট/ সোস্যাল সাইন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা এগ্রিকালচার বা allied field-এ চার বছরের BSc ডিগ্রি-সহ গ্রামীণ সমাজ উন্নয়নমূলক কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
নন-ফার্ম জীবিকাভিত্তিক কর্মকাণ্ড একটি। ভাল প্রতিষ্ঠান থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রিধারী প্রার্থী, যার রুরাল Non-Farm Livelihood enterprise promotion বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এবং বিপণন একটি পদে মোট তিনটি পদে নিয়োগ করা হবে, যা ভাল প্রতিষ্ঠান থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রিধারী প্রার্থী, যার রুরাল মার্কেটিং বিষয়ে অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুনঃ কেরলের মন্দিরের আদলে কয়েক কোটি টাকা খরচে রামপুরহাটে মাথা তুলেছে, বুংকেশ্বরী মন্দিরে ঘুরে আসুন একদিনের ছুটিতে
আবেদন জমা দেওয়ার সময়, সকাল এগারো’টা থেকে বিকেল পাঁচ’টা পর্যন্ত। শেষ তারিখ ২৪ নভেম্বর, ২০২৫। ২৫ থেকে ৫০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে তপশীলি জাতি ও তপশীলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং ওবিসি এ ও বি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছরের ছাড় প্রযোজ্য। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে ছাড় প্রযোজ্য নয়।
advertisement
advertisement
প্রার্থীর কমপক্ষে ৩ বছরের গ্রামীণ উন্নয়নমূলক অভিজ্ঞতা থাকতে হবে সরকারি বা বেসরকারি সংস্থায়। মহিলা ও স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সেলফ হেলফ গ্রুপ ফেডারেশন সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নতুন দক্ষতা শেখার আগ্রহ, শারীরিকভাবে সক্ষমতা এবং প্রয়োজনে জেলা / রাজ্যের বাইরে কাজ করার মানসিকতা থাকতে হবে। কোনও উপসংঘ, সংঘ বা মহাসংঘের পদাধিকারী, পিআরআই সদস্য, আইসিডিএস কর্মী, আশা কর্মী, অথবা কোনও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী এই পদে আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার স্ব-স্বাক্ষরিত কপি সংযুক্ত করে জমা দিতে হবে। সমস্ত নথির আসল কপি নির্বাচনের সময় প্রদর্শন করতে হবে।
advertisement
জমা দেওয়ার ঠিকানা:
The Additional District Mission Director, Anandadhara,
District Mission Management Unit (DMMU), 12/2 Square East Road,
Berhampore, Murshidabad, Pin – 742101.
view commentsLocation :
Murshidabad,West Bengal
First Published :
November 17, 2025 7:39 PM IST

