WBJEE 2025 Result Out: রাজ্য জয়েন্টে প্রথম অনিরুদ্ধ, কী নিয়ে পড়বেন ভবিষ্যতে? জানালেন নিউজ১৮ বাংলাকে
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
WBJEE 2025 Result Out: রাজ্য জয়েন্টের ফল প্রকাশে ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম হয়েছেন অনিরুদ্ধ চক্রবর্তী, অনিরুদ্ধ চক্রবর্তী কলকাতার পার্ক সার্কাসের ডন বস্কো স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্টে এমন সফল হওয়ার পরে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল নিউজ১৮ বাংলা।
কলকাতা: রাজ্য জয়েন্টের ফল প্রকাশে ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম হয়েছেন অনিরুদ্ধ চক্রবর্তী, অনিরুদ্ধ চক্রবর্তী কলকাতার পার্ক সার্কাসের ডন বস্কো স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্টে এমন সফল হওয়ার পরে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল নিউজ১৮ বাংলা।
জয়েন্টে সফল অনিরুদ্ধের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, আইআইটিতে পড়ার সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছিলেন তিনি, তাই তাঁর কোনও সমস্যা হয়নি। তিনি বলেন, “আমাদের অ্যাডমিশন প্রসেস আগেই শুরু হয়ে গিয়েছিল, এক মাস হল ক্লাসও শুরু হয়েছে”।
advertisement
advertisement
এই সাফল্যের পরে তিনি কী বিষয় নিয়ে এগোবেন ভবিষ্যতে, সেই নিয়ে প্রশ্ন করা হলে অনিরুদ্ধ বলেন, “আমার ইচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার, সেই বিষয়েই আগ্রহ রয়েছে”। তবে ফলপ্রকাশে দেরি হওয়ায় তিনি ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি নিয়ে পড়াশোনা শুরু করেছেন।
advertisement
প্রসঙ্গত, বর্তমানে আইআইটি খড়্গপুর থেকে পড়শোনা শুরু করেছেন অনিরুদ্ধ। ভবিষ্যতে উচ্চশিক্ষা করারও ইচ্ছে আছে বলে জানান তিনি। স্কুলজীবনেও বেশ সফল ছিলেন অনিরুদ্ধ, দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছিলেন। পাশাপাশি কী ভাবে জয়েন্টের প্রস্তুতি নিয়েছিলেন তিনি, সেই নিয়ে প্রশ্ন করা হলে অনিরুদ্ধ বলেন, “আমি মূলত আইআইটি নিয়েই প্রস্তুতি নিয়েছিলাম, তবে এই পরীক্ষায় সাফল্য পেয়ে ভালই লাগছে”।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 22, 2025 2:29 PM IST









