SSC Recruitment Exam: এসএসসি পরীক্ষা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যসচিব! বৈঠকে আলোচনা হতে পারে একগুচ্ছ নিয়ম নিয়ে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC Recruitment Exam: স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা নিয়ে নবান্নে উচ্চপর্যয়ের বৈঠক আয়োজিত হতে চলেছে। শুক্রবার সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকলেন মুখ্যসচিব।
কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা নিয়ে নবান্নে উচ্চপর্যয়ের বৈঠক আয়োজিত হতে চলেছে। শুক্রবার সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকলেন মুখ্যসচিব।
আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসি লিখিত পরীক্ষা নেবে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগের। দুই পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন মুখ্য সচিব। দুই পরীক্ষা মিলিয়ে প্রায় ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী গোটা রাজ্যে পরীক্ষা দেবে।
advertisement
advertisement
বৈঠকে থাকবেন এসএসসি চেয়ারম্যান-সহ স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে নবান্নের তরফে। সরকারি আধিকারিকদের নজরদারিতেই হবে এসএসসির লিখিত পরীক্ষা। কোনও রকম জালিয়াতি এড়াতে প্রতিটি কেন্দ্রে বাধ্যতামূলকভাবে সিসিটিভি রাখা হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে ফ্রিসকিং হলেও তা নিয়ে সিদ্ধান্ত নেবে জেলা পুলিশ।
advertisement
ডেপুটি ম্যাজিস্ট্রেট রাঙ্কের আধিকারিকরা পরীক্ষা কেন্দ্রগুলিতে ওই দুই দিন নজরদারি চালাবেন। ইতিমধ্যেই এই নির্দেশিকা জেলায় জেলায় পাঠিয়েছে নবান্ন। এবার পরীক্ষা প্রস্তুতি নিয়ে আরও কী কী নির্দেশ মানতে হবে তা নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল নবান্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 2:51 PM IST