Indian Railways: 'ট্রেনে কী নিয়ে যাচ্ছেন?' প্রশ্নে কুঁকড়ে গেল যুবক, বাংলাদেশ যাওয়ার আগেই ধরা পড়ল সেই জিনিস

Last Updated:

West Bengal News: বাংলাদেশ পাচারের আগেই আবারও হেরোইন উদ্ধার সীমান্তবর্তী থানা লালগোলায়। এবার লালগোলার পাইকপাড়া মোড় সংলগ্ন এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইন-সহ এক হেরোইন পাচারকারীকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ।

ট্রেনে পাচার হচ্ছিল মহামূল্যবান জিনিস
ট্রেনে পাচার হচ্ছিল মহামূল্যবান জিনিস
লালগোলা, তন্ময় মন্ডল: বাংলাদেশ পাচারের আগেই আবারও হেরোইন উদ্ধার সীমান্তবর্তী থানা লালগোলায়। এবার লালগোলার পাইকপাড়া মোড় সংলগ্ন এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইন-সহ এক হেরোইন পাচারকারীকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শাহজাহান শেখ। তার বাড়ি মালদা জেলার কালিয়াচক হলেও সে লালগোলার পাইকপাড়া এলাকায় তার শ্বশুর বাড়িতে থাকত।
জানা যায়, মঙ্গলবার রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় পাইকপাড়া এলাকায়। আর তখনই ৩০০ গ্রাম হেরোইন-সহ শাজাহান শেখ কে হাতেনাতে গ্রেফতার করে পুলিস। এই হেরোইন কালিয়াচক থেকে আনা হয়েছিল এবং বাংলাদেশে পাচারের  পরিকল্পনা ছিল। মালদা থেকে এসে লালগোলাতে শ্বশুর বাড়িতে ছিলেন দীর্ঘদিন ধরেই। আর বর্তমানে মাদক দ্রব্য হেরোইন পাচার ছিল মূল লক্ষ্য। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ভগবানগোলার এসডিপিও বিমান হালদার, লালগোলা থানার ভারপ্রাপ্ত অধিকারিক অতনু দাস-সহ এক বিশাল পুলিশ বাহিনী।
advertisement
advertisement
আজ মঙ্গলবার ধৃতকে লালগোলা থানা থেকে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হবে। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে আগামী দিনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।
লালগোলা থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের নির্দেশে লালগোলাকে হেরোইন মুক্ত করতেই প্রায় দিন অভিযান চালানো হচ্ছে। বেশ কিছু দিন ধরেই লালগোলা থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য হেরোইন উদ্ধার চলছে। গত কয়েকদিন ধরে লালগোলার বিভিন্ন জায়গায় কয়েকজন কে গ্রেফতার করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: 'ট্রেনে কী নিয়ে যাচ্ছেন?' প্রশ্নে কুঁকড়ে গেল যুবক, বাংলাদেশ যাওয়ার আগেই ধরা পড়ল সেই জিনিস
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement