HS Exam Schedule: সেপ্টেম্বরেই উচ্চ মাধ্যমিক! চলবে ১২ দিন ধরে, কোন বিষয়ের পরীক্ষা কবে? জেনে নিন সূচি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
উচ্চ মাধ্যমিক এখন সেমেস্টার পদ্ধতিতে চলছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট ৪ সেমেস্টারে হচ্ছে পরীক্ষা। এর মধ্যেই তৃতীয় সেমেস্টারের সূচি প্রকাশিত হয়েছে।
কলকাতা: উচ্চ মাধ্যমিক এখন সেমেস্টার পদ্ধতিতে চলছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট ৪ সেমেস্টারে হচ্ছে পরীক্ষা। এর মধ্যেই তৃতীয় সেমেস্টারের সূচি প্রকাশিত হয়েছে।
তৃতীয় সেমিস্টার শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, সকাল ১০টা থেকে ১১টা ১৫ পর্যন্ত পরীক্ষা চলবে। অর্থাৎ ১২ দিন ধরে মোট ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা হবে। যদিও ভোকেশনাল বিষয় এবং গান বাজনা এবং ভিজুয়াল আর্টসের পরীক্ষা শুরু হবে ১০টা থেকে এবং শেষ হবে ১০টা বেজে ৪৫ মিনিটে।
advertisement
advertisement
৮ সেপ্টেম্বর অর্থাৎ পরীক্ষা শুরুর দিন বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু , তেলেগু, পঞ্জাবি, সাঁওতালি, ওড়িয়া ভাষার পরীক্ষা হবে।
দ্বিতীয় দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর অটোমোবাইল, হেলথ কেয়ার, সিকিউরিটি, টুরিজ়ম অ্যান্ড হসপিট্যালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, এগ্রিকালচার (এজিএলভি), অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, পাওয়ার-সহ সব ভোকেশন্যাল বিষয়ের পরীক্ষা হবে।
advertisement
১০ সেপ্টেম্বর হওয়ার কথা ইংরেজি, বাংলা, হিন্দি, নেপালি এবং অল্টারনেটিভ ইংরেজির পরীক্ষা।
১১ সেপ্টেম্বর হবে অ্যান্থ্রোপলজি, সায়েন্স অফ ওয়েলবিয়িং, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইকোনমিকসের পরীক্ষা।
১২ সেপ্টেম্বর ফিজিক্স, এডুকেশন, নিউট্রিশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা।
advertisement
১৩ সেপ্টেম্বর হবে কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, মিউজ়িক, পরিবেশ বিদ্যা, হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন এবং ভিসুয়াল আর্টস বিষয়ের পরীক্ষা।
১৫ সেপ্টেম্বর হবে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অ্যাডাল্টিং এবং ইতিহাস বিষয়ের পরীক্ষা।
১৬ সেপ্টেম্বর হবে ভূগোল, রসায়ন, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডির পরীক্ষা।
১৮ তারিখ হবে দর্শন এবং গণিত বিষয়ের পরীক্ষা।
advertisement
১৯ তারিখ কৃষিবিজ্ঞান, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, ফারসি এবং আরবি বিষয়ের পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।
২০ সেপ্টেম্বর হবে সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স এবং সমাজবিজ্ঞান বিষয়ের পরীক্ষা।
২২ সেপ্টেম্বর বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান এবং কোস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 17, 2025 4:23 PM IST