WBBSE Madhyamik Result: ‘নাতি আমার স্বপ্ন পূরণ করল’! খুশিতে ভাসছেন মাধ‍্যমিকে সপ্তম দেবার্ঘ্যের ঠাকুমা, কৃতীর লক্ষ‍্য IIT

Last Updated:

নাতির স্বপ্ন‌ই তার স্বপ্ন। নাতির মাধ্যমিকের ফলাফল শুনে উৎফুল্ল এক ঠাকুমা। মাধ্যমিকের সপ্তম স্থান অধিকারী দেবার্ঘ দাসের বাড়িতে গেলেই দেখা গিয়েছে এমন ছবি।

+
দেবার্ঘ

দেবার্ঘ দাস

আলিপুরদুয়ার: নাতির স্বপ্ন তার স্বপ্ন। নাতির মাধ্যমিকের ফলাফল শুনে উৎফুল্ল ঠাকুমা ঝর্ণা দেবী। মাধ্যমিকের সপ্তম স্থান অধিকারী দেবার্ঘ্য দাসের বাড়িতে গেলেই দেখা গিয়েছে এমন ছবি। ছেলে ও পুত্রবধূ কাজ করতেন তাই নাতিকে বড় করেছেন ঠাকুমা ঝর্ণা দাস।
পড়াশোনাতে ভাল ছিলেন ঝর্ণা দেবী। অষ্টম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। কিন্তু পারিবারিক চাপে তাকে বিয়ে করে নিতে হয়। তারপর আর পড়াশোনা হয়নি। নাতিকে নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। সেই স্বপ্নই পূরণ হল ঝর্ণা দেবীর। তিনি জানান, “আমাদের সময় মেট্রিক পরীক্ষা হত। সেই পরীক্ষা দিতে পারিনি। আক্ষেপ ছিল, তবে নাতি আমার স্বপ্ন পূরণ করল। আজ আমার আনন্দ ধরে রাখার মত নয়।”
advertisement
advertisement
আলাদা পরিশ্রম ছাড়াও মাধ্যমিকে ভাল ফলাফল সম্ভব। যতটুকু পড়া রয়েছে সেটি ভাল করে মনে রাখলেই যথেষ্ট। এমনটাই জানাল মাধ্যমিকে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করা দেবার্ঘ্য দাস। ফালাকাটা হাই স্কুলের ছাত্র সে। তার লক্ষ্য সে আই.আই.টি পড়বে। তার বাবা ওষুধ ব্যবসায়ী, মা স্বাস্থ্যকর্মী। দেবার্ঘ্য পড়াশোনার পাশাপাশি গান গাইতে ভালবাসে।
advertisement
তবলা ও গিটার বাজাতে পারদর্শী সে। এদিন মাধ্যমিকের ফলাফল শোনার পর তার বাড়িতে খুশির হাওয়া বয়ে গিয়েছে। পাড়া-প্রতিবেশীরা আসছে তাকে অভিনন্দন জানাতে। তার মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬৮৯। দেবার্ঘ্য দাস জানায়, “বেশি পরিশ্রম করলে পরে পড়াশুনো গুলিয়ে যেতে পারে। তাই যতটুকু পড়া ততটুকু ভাল করে মনে রাখলেই হবে।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik Result: ‘নাতি আমার স্বপ্ন পূরণ করল’! খুশিতে ভাসছেন মাধ‍্যমিকে সপ্তম দেবার্ঘ্যের ঠাকুমা, কৃতীর লক্ষ‍্য IIT
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement