বাংলার জেলায় জেলায় জয়জয়াকার। ১৬টা জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন। সবচেয়ে বেশি নাম উঠে এসেছে প্রথম দশে মালদা জেলা থেকে। ২১ জন কৃতি ছাত্র-ছাত্রী মালদার। দ্বিতীয় স্থানে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের ১৭ জন পড়ুয়া এবছর মেধা তালিকায় আছে। এবং তৃতীয়তে বাঁকুড়া। ১৪জন কৃতি ছাত্র-ছাত্রী বাঁকুড়া জেলার।
যদিও, এবার মেধা তালিকায় কলকাতা থেকে কেউ নেই। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা ১৩ জন, পূর্ব মেদিনীপুর ১১ জন, উত্তর ২৪ পরগনা ৯ জন, পশ্চিম মেদিনীপুরে ৯ জন, পুরুলিয়ায় ৬ জন হুগলি থেকে ৫ জন, হাওড়া থেকে ৪ জন, কোচবিহার থেকে ৩ জন, বীরভূমের ২ জন এছাড়া দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, নদীয়া এবং জলপাইগুড়ি থেকে একজন করে প্রথম দশে জায়গা পেয়েছে।
আরও পড়ুনঃ ‘কোনও সমস্য়া থাকলে সমাধান করা হবে!’ মাধ্যমিকে তৃতীয় অর্ককে শুভেচ্ছাবার্তা মমতার
অপরদিকে, জেল ভিত্তিক পাসের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর (৯৬.৮১%)। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং (৯৪.১৩%), তৃতীয় স্থানে কলকাতা (৯৩.৭৫%) এবং পশ্চিম মেদিনীপুরে পাসের হার ৯২.১৩%। গোটা রাজ্যে পাসের হার ৮৬.১৫%।
এ দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে হাতে পেয়ে যাবেন, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেক বারের মতো এ বারেও মেধা তালিকার প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের নাম ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। গ্রেড দেওয়ার পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজও দেওয়া হবে।
আরও পড়ুনঃ মাধ্যমিকে দ্বিতীয় মালদহের রিফাত, শিক্ষক বাবা-মার ছেলে চায় ডাক্তার হতে
ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত হয়েছে এ বারের মাধ্যমিকপরীক্ষা। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রসঙ্গত এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সাড়ে ছ’লক্ষেরও বেশি পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে এবার একাধিক নিরাপত্তা নিয়েছিল পর্ষদ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhyamik Exam 2023, Madhyamik Exam Result 2023, Madhyamik Examination 2023