WBBSE Madhyamik 2023 Results: মাধ্যমিকে দ্বিতীয় মালদহের রিফাত, শিক্ষক বাবা-মার ছেলে চায় ডাক্তার হতে

Last Updated:

WBBSE Madhyamik 2023 Results: মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মালদহের রিফাত হাসান সরকার। রিফাতের প্রাপ্ত নম্বর ৬৯১। 

মাধ্যমিকে দ্বিতীয় মালদহের রিফাত
মাধ্যমিকে দ্বিতীয় মালদহের রিফাত
মালদহঃ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মালদহের রিফাত হাসান সরকার। রিফাতের প্রাপ্ত নম্বর ৬৯১। শতাংশের বিচারে তার পেয়েছেন ৯৮.৭১। মালদহের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া রিফাত হাসান সরকার।
advertisement
রিফাতের বাবা লিয়াকত আলি, মা মারজানা আখতার। দুইজনের স্কুল শিক্ষক। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান পেয়ে আপ্লুত মালদার রিফাত হাসান সরকার।  ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে। আজ শুক্রবার, এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। তাতে রাজ্যে দ্বিতীয় হয়েছে রিফাত হাসান সরকার। বর্তমানে শিলিগুড়িতে আছে রিফাত ।
advertisement
শুক্রবার শিলিগুড়িতে এই ফল জানার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার খুশির কথা জানায় রিফাত। শিলিগুড়িতে একটি বেসরকারি ট্রেনিং ইনস্টিটিউটে পড়াশোনা করছে রিফাত। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে।
এবছর মাধ্যমিকে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৬৯৭২১২ জন৷ পরীক্ষা দিয়েছেন ৬৮৩৩২১ জন৷ মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি৷ ৪৪ হাজার পরীক্ষক খাতা দেখেছেন৷ মহিলা পরীক্ষার্থীদের সংখ্যা বেশি। মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ। পাশের হারে  এগিয়ে পূর্ব মেদনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হাত ৯৬.৮১ শতাংশ।
advertisement
এ বছর ৭৫ দিনের মাথায়  মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে। ৪ ফেব্রুয়ারী পরীক্ষা শুরু হয়েছিল। আজ সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
এ দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে হাতে পেয়ে যাবেন, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গ্রেড দেওয়ার পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজও দেওয়া হবে।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik 2023 Results: মাধ্যমিকে দ্বিতীয় মালদহের রিফাত, শিক্ষক বাবা-মার ছেলে চায় ডাক্তার হতে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement