WBBSE Madhyamik 10th Results 2023: 'কোনও সমস্য়া থাকলে সমাধান করা হবে!' মাধ্যমিকে তৃতীয় অর্ককে শুভেচ্ছাবার্তা মমতার

Last Updated:

WBBSE Madhyamik 10th Results 2023: ২০২৩ সালের মাধ‍্যমিক পরীক্ষার্থিদের অপেক্ষার অবসান। প্রকাশিত হল রাজ্যের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল।

'কোনও সমস্য়া থাকলে সমাধান করা হবে!' মাধ্যমিকে তৃতীয় অর্ককে শুভেচ্ছাবার্তা মমতার
'কোনও সমস্য়া থাকলে সমাধান করা হবে!' মাধ্যমিকে তৃতীয় অর্ককে শুভেচ্ছাবার্তা মমতার
বসিরহাট: ২০২৩ সালের মাধ‍্যমিক পরীক্ষার্থিদের অপেক্ষার অবসান। প্রকাশিত হল রাজ্যের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল।
advertisement
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য তৃতীয় হল টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ক মন্ডল, তার প্রাপ্ত নম্বর ৬৯০। বাড়ি বসিরহাটের ৮নং ওয়ার্ডের সাঁইপালায়।
advertisement
বাবা কিরণ মন্ডল, বসিরহাটের এস.এন. মজুমদার রোডে একটি স্টেশনারির দোকান রয়েছে। মা অপর্ণা মন্ডল গৃহবধূ। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে অর্ক ছোট থেকেই বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। সে জানায় দিনে ৬-৭ ঘন্টা পড়াশোনা করত। তার পিছনে সবচেয়ে বেশি সাপোর্ট করতেন তার বাবা-মা এবং রামকৃষ্ণ মিশনের শিক্ষকরা। তাঁরা চাইতেন অর্ক আগামী দিনে বড় হোক। অর্ক সম্ভাব্য তৃতীয় হওয়ার পর সে জানায় আগামী দিনের সে চিকিৎসক হতে চায়। পড়াশোনার ফাঁকে একটু সময় পেলে মনীষীদের বই পড়া ও গান গেয়ে সময় কাটাতো।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ফোন করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অর্ককে এবং আগামী দিনের চলার পথে কোনও সমস্যায় পড়লে সেই সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন। সব মিলিয়ে বসিরহাটের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় খুশির হাওয়া।
advertisement
এদিন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, এ বছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি। ২২ শতাংশ বেশি মহিলা পরীক্ষার্থীর সংখ্যা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৮৩ হাজার ৩২১ জন। খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক।
আরও পড়ুনঃ মাধ্যমিকে দ্বিতীয় মালদহের রিফাত, শিক্ষক বাবা-মার ছেলে চায় ডাক্তার হতে
এ দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে হাতে পেয়ে যাবেন, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেক বারের মতো এ বারেও মেধা তালিকার প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের নাম ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। গ্রেড দেওয়ার পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজও দেওয়া হবে।
advertisement
ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত হয়েছে এ বারের মাধ্যমিকপরীক্ষা। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রসঙ্গত এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সাড়ে ছ’লক্ষেরও বেশি পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে এবার একাধিক নিরাপত্তা নিয়েছিল পর্ষদ।
জুলফিকার মোল‍্যা
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik 10th Results 2023: 'কোনও সমস্য়া থাকলে সমাধান করা হবে!' মাধ্যমিকে তৃতীয় অর্ককে শুভেচ্ছাবার্তা মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement