১৯ মে শুক্রবার প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।এবার চমকপ্রদ ফল দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনা জেলায় যে ১৩ জন ছাত্র সেরা দশে। তার মধ্যে ১২ জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। এদের মধ্যে রয়েছে দুই জমজ ভাই, অনীশ বাড়ুই ও অনীক বাড়ুই।
৬৯৮ নম্বর পেয়ে চতুর্থ হয়েছে অনীশ। ৬৮৭ নম্বর পেয়ে ষষ্ঠ রয়েছে অনীক সঙ্গে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে সুতীর্থ পাল। ৬৮৬ নম্বর পেয়ে সপ্তম হয়েছে অদ্রিজ গুপ্ত। ৬৮৪ নম্বর পেয়ে নবম হয়েছে দেবজ্যোতি ভট্টাচার্য, আরিয়ান গোস্বামী ও অর্কপ্রভ জানা। ৬৮৩ পেয়ে দশম স্থান অধিকার করে নিয়েছে শমীক মাহাত, সাগ্নিক বন্দ্যোপাধ্যায়, রফিক রানা লস্কর ও রুদ্রনীল দাস।
আরও পড়ুন: মাধ্যমিকে কঠোর পরিশ্রমের ফল রেহানের হাতে, ষষ্ঠ হয়ে তাক লাগাল মালদহের ছেলে!
সকাল ১০টায় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল। প্রত্যেক বারের মতো এ বারেও মেধাতালিকায় প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের নাম ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুন: মাধ্যমিকে মেধাতালিকায় প্রথম স্থানে ১, দ্বিতীয় স্থানে ২, তৃতীয় ৬ জন
এ বছর ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে। ৪ ফেব্রুয়ারী পরীক্ষা শুরু হয়েছিল। আজ সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhyamik, Madhyamik Exam 2023, Madhyamik Result, WBBSE Madhyamik Result 2023