WBBSE Madhyamik 2023 Results || Malda: মাধ্যমিকে কঠোর পরিশ্রমের ফল রেহানের হাতে, ষষ্ঠ হয়ে তাক লাগাল মালদহের ছেলে!

Last Updated:

মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র রেহান আবেদিনের প্রাপ্ত নম্বর ৬৮৭। ভবিষ্যতে ডাক্তার হতে চায়।

রেহান আবেদিন
রেহান আবেদিন
মালদহ:  মাধ্যমিকে ষষ্ঠ হয়েছে মোট ১১ জন। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র রেহান আবেদিনের প্রাপ্ত নম্বর ৬৮৭।
advertisement
ভবিষ্যতে ডাক্তার হতে চায়। এবারে মালদা থেকে মোট ২১ জন সেরা দশে। এরপর দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/
advertisement
মাধ্যমিকে ষষ্ঠ হয়ে কী প্রতিক্রিয়া রেহানের? তার উত্তর, ” ভালই লাগছে। স্বপ্ন তো একটা ছিলই, সেটা সত্যি হয়েছে। বিগত এক বছরের কঠোর পরিশ্রম ১ফল পেয়েছি খুব ভাল লাগছে।” রেজাল্ট নিয়ে তার কী প্রত্যাশা ছিল? জানতে চাওয়া হলে সে বলে ” আশা করে ছিলাম ৬৮০ পাব। ভেবে ছিলাম দশম হতেও পারি। কিন্তু ভাবতে পারিনি যে ষষ্ঠ হব।”
advertisement
এবছর মাধ্যমিকে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৬৯৭২১২ জন৷ পরীক্ষা দিয়েছেন ৬৮৩৩২১ জন৷ এবার সেরা দশে মোট জন ১১৮ জন। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি৷ ৪৪ হাজার পরীক্ষক খাতা দেখেছেন৷ মহিলা পরীক্ষার্থীদের সংখ্যা বেশি। মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হাত ৯৬.৮১ শতাংশ।
advertisement
এ বছর ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে। ৪ ফেব্রুয়ারী পরীক্ষা শুরু হয়েছিল। আজ সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে হাতে পেয়ে যাবেন, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গ্রেড দেওয়ার পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজও দেওয়া হবে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik 2023 Results || Malda: মাধ্যমিকে কঠোর পরিশ্রমের ফল রেহানের হাতে, ষষ্ঠ হয়ে তাক লাগাল মালদহের ছেলে!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement