কলকাতা: ১৯ মে শুক্রবার প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল ১০টায় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল। প্রত্যেক বারের মতো এ বারেও মেধাতালিকায় প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের নাম ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।
এরপর বেলা ১২টা থেকে ওয়েবসাইট ও এসএমএস মারফত ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/ ৷
এবার সেরা দশে মোট জন ১১৮ জন। প্রথম দশে নেই কলকাতা।প্রথম হয়েছে ১ জন। দেবদত্তা মাঝি পূর্ব বর্ধমান থেকে ৯৯.৫৭ শতাংশ পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে ২ জন। তৃতীয় হয়েছে ৬ জন।
আরও পড়ুন: মাধ্যমিকে প্রথম কাটোয়ার ছাত্রী দেবদত্তা মাজি, প্রাপ্ত নম্বর ৬৯৭
এবছর মাধ্যমিকে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৬৯৭২১২ জন৷ পরীক্ষা দিয়েছেন ৬৮৩৩২১ জন৷ মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি৷ ৪৪ হাজার পরীক্ষক খাতা দেখেছেন৷ মহিলা পরীক্ষার্থীদের সংখ্যা বেশি। মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হাত ৯৬.৮১ শতাংশ।
আরও পড়ুন: ৬৯৭ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাজি, কলকাতা নেই মেধাতালিকায়
এ বছর ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে। ৪ ফেব্রুয়ারী পরীক্ষা শুরু হয়েছিল। আজ সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
এ দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে হাতে পেয়ে যাবেন, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গ্রেড দেওয়ার পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজও দেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhyamik, Madhyamik Result 2023, WBBSE Madhyamik Result 2023