WBBSE Madhyamik 10th Results 2023: এ কী কাণ্ড! একই স্কুল থেকে মাধ্যমিকে সপ্তম, নবম, দশম... কোন স্কুল? চমকে যাবেন
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
WBBSE Madhyamik 2023 Results: ক্লিক করুন News18Bangla.com। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর (Roll Number) এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্মতারিখ (DD/MM/YY) দিয়ে জেনে নিন রেজাল্ট৷
ভবিষ্যতে চিকিৎসক হতে চাওয়া জিষ্ণু জানিয়েছে, তার পড়াশোনার কোনও বাধাধরা সময় ছিল না। ফুটবল প্রেমী জিষ্ণু মেসির ভক্ত। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো করতে পছন্দ করে সে। বাবা প্রণব ঘোষ মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমেরই প্রধান শিক্ষক। মা লিপিকা ঘোষ গৃহবধূ।
advertisement
একই স্কুল থেকে নবম হয়েছে শুভ্র সাধুখাঁ। তার প্রাপ্ত নম্বর ৬৮৪। বাড়ি হরিপাল নালিকুলে। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়তে চায় শুভ্র। বাবা সুব্রত সাধুখাঁ ইলেকট্রনিক্স সরঞ্জাম মেরামতির কাজ করেন। মা শিপ্রা সাধুখাঁ গৃহবধূ। ছবি আঁকা এবং খেলাধূলাতেও বেশ শখ আছে তার।
মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের ছাত্র অয়নদ্বীপ সেনগুপ্ত মাধ্যমিকে দশম হয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৩। বাবা প্রসেনজিৎ সেনগুপ্ত পেশায় সরকারি কর্মচারী। মা শ্রাবণী বসু সেনগুপ্ত পেশায় স্কুল শিক্ষিকা। বাড়ি কোন্নগর সাধুরগলি এলাকায়। পড়াশোনার পাশাপাশি ক্যারাটে খেলতে পছন্দ করে অয়নদ্বীপ।
advertisement
মাধ্যমিক ২০২৩-এ গোটা রাজ্যে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি। কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে পড়তে চায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭৷
আরও পড়ুন- ৬৯৭ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাজি, ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছাবার্তা মুখমন্ত্রীর
মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে দুজন। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র শুভম পালের প্রাপ্ত নম্বর ৬৯১। শতাংশের বিচারে তিনি পেয়েছেন ৯৮.৭১। দ্বিতীয় হওয়া অপরজন মালদহের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া রিফাত হাসান সরকার। তিনিও একই নম্বর পেয়েছেন।
advertisement
পাশের হারে সবার আগে রয়েছে পূর্ব মেদিনীপুর, হার ৯৬.৮১ শতাংশ৷ দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় কলকাতা, চতুর্থ পশ্চিম মেদিনীপুর৷ কলকাতায় পাশের হার ৯৩.৭৫ শতাংশ৷ সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এরপর দুপুর ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/ ৷
নিজেদের রোল নম্বর (Roll Number) এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্মতারিখ (DD/MM/YY) দিয়ে জেনে নিতে পারবেন নিজেদের রেজাল্ট৷ অর্থাৎ ধরা যাক, কোনও পরীক্ষার্থীর জন্মতারিখ যদি ১০ ফেব্রুয়ারি ২০০৭ হয়, তাহলে নিজের রোল নম্বর দেওয়ার পাশাপাশি ডেট অফ বার্থে তাকে লিখতে হবে 10/02/07 ৷ News18Bangla.com– এ রেজাল্ট জানার পদ্ধতি অত্যন্ত সহজ ৷
advertisement
এদিন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, এ বছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি। ২২ শতাংশ বেশি মহিলা পরীক্ষার্থীর সংখ্যা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৮৩ হাজার ৩২১ জন। খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক।
এ দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে হাতে পেয়ে যাবেন, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেক বারের মতো এ বারেও মেধা তালিকার প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের নাম ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। গ্রেড দেওয়ার পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজও দেওয়া হবে।
advertisement
ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত হয়েছে এ বারের মাধ্যমিকপরীক্ষা। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রসঙ্গত এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সাড়ে ছ’লক্ষেরও বেশি পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে এবার একাধিক নিরাপত্তা নিয়েছিল পর্ষদ।
Check: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 তম ফলাফল 2023
পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি সিসিটিভি বসানোর পাশাপাশি পরীক্ষার জন্য বিশেষ অ্যাপ চালু করেছিল পর্ষদ। প্রত্যেক দিন পরীক্ষার সময় প্রতি মুহূর্তের আপডেট ওই অ্যাপের মাধ্যমে পেয়েছে পর্ষদ। সে জন্য প্রধান শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণও দিয়েছিল পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কলকাতার পাশাপাশি একাধিক জেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছিলেন পর্ষদ সভাপতি।
advertisement
এ বারের মাধ্যমিকের ফল প্রকাশের দিন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ সম্পর্কে জানানো হতে পারে। রিভিউ এবং স্ক্রুটিনির সুযোগ কবে থেকে দেওয়া হবে, সে সম্পর্কেও বিশদ তথ্য দেওয়া হবে পর্ষদের পক্ষ থেকে। পর্ষদ সূত্রে খবর, এ বার রিভিউ ও স্কুটিনির ফলাফল গতবারে তুলনায় আরও কম দিনে প্রকাশ করতে চায় পর্ষদ।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 1:16 PM IST