WB HS Result 2023: মুদি দোকানে বাবার সঙ্গে কাজ করতে করতেই পড়া, উচ্চ মাধ্যমিকে সপ্তম সন্দীপ
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
WB HS Result 2023: বাবার সঙ্গে মুদি দোকান চালিয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে সপ্তম আলিপুরদুয়ারের পড়ুয়া সন্দীপ ঘোষ।
আলিপুরদুয়ার: বাবার সঙ্গে মুদি দোকান চালিয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে সপ্তম আলিপুরদুয়ারের পড়ুয়া সন্দীপ ঘোষ। আনন্দিত তার পরিবারের সদস্যরা।
৪৯০ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম উচ্চতর বিদ্যালয়ের ছাত্র সন্দীপ ঘোষ। আগামী দিনে অংক অথবা স্ট্যাটিসটিকস নিয়ে রিসার্চ করতে চায় সন্দীপ। বাবা পেশায় ফটোগ্রাফার ও মুদি দোকানের ব্যবসায়ী।
advertisement
সন্দীপ ঘোষ জানান, “দিনে ৬ ঘন্টা পড়াশোনা করত সে। বাবার দোকানে সে সাহায্য করত। তারপর আবারও পড়াশোনা করত সে। কিন্তু এত ভাল পরীক্ষার ফল হবে তা সে বুঝতেও পারেনি।”
advertisement
উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষার পর থেকে জোরদার প্রস্তুতি নিচ্ছিল সে। এদিন তার রাজ্যে সপ্তম হওয়ার খবর আলিপুরদুয়ারে আসতেই শুরু হয়ে যায় আনন্দ। চলে মিষ্টিমুখের পালা। তাকে শুভেচ্ছা জানাচ্ছেন শহরের বিশিষ্টরা।
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 6:09 PM IST









