UPSC Recruitment 2022|| আকর্ষণীয় বেতন! ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে বিভিন্ন পদে নিয়োগ চলছে
- Published by:Shubhagata Dey
Last Updated:
UPSC Recruitment 2022: প্রার্থীদের আগামী ৩ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (Union Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্টোর অফিসার, অ্যাসিস্ট্যান্ট মিনারেল ইকোনমিক্স, সহকারী অধ্যাপক সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
স্টোর অফিসার (DRDO)
শূন্যপদের সংখ্যা: ১১
পে স্কেল: স্তর- ৭
অ্যাসিস্ট্যান্ট মিনারেল ইকোনমিক্স
শূন্যপদের সংখ্যা: ১৪
পে স্কেল: স্তর- ১০
সহকারী অধ্যাপক (ইতিহাস)
শূন্যপদের সংখ্যা: ১
advertisement
পে স্কেল: স্তর- ১০
সহকারী অধ্যাপক (আয়ুর্বেদ)
শূন্যপদের সংখ্যা: ৭
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission) |
পদের নাম | স্টোর অফিসার, অ্যাসিস্ট্যান্ট মিনারেল ইকোনমিক্স, সহকারী অধ্যাপক |
শূন্যপদের সংখ্যা | ৩৩ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | স্থায়ী |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদে দেখুন |
বেতনক্রম | বিশদে দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ০৩.০৩.২০২২ |
advertisement
আবেদনের যোগ্যতা:
স্টোর অফিসার: প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুনঃ রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ২৯২ শূন্যপদে নিয়োগ, আজই আবেদন করুন...
অ্যাসিস্ট্যান্ট মিনারেল ইকোনমিক্স: প্রার্থীকে অবশ্যই ফলিত ভূতত্ত্ব বা ভূতত্ত্ব বা অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি বা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
advertisement
সহকারী অধ্যাপক (ইতিহাস): প্রার্থীর অবশ্যই ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই নেট বা পিএইচডি ডিগ্রি উত্তীর্ণ করতে হবে।
আরও পড়ুন: শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ের বিভিন্ন পদে শীঘ্রই নিয়োগ! আজই আবেদন করুন...
সহকারী অধ্যাপক (আয়ুর্বেদ): প্রার্থীকে অবশ্যই আয়ুর্বেদ মেডিসিনে ডিগ্রি এবং ভারতীয় মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট ১৯৭০-এর তফসিলে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট বিষয়ে/বিশেষে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিশদ নোটিশ লিঙ্ক- https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=Mjc4LX2C7ZXXAA3IIHQAPOSAKKA6CGMAI9QSC1CJIUDLVCKY5FWNND
advertisement
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৩ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
Location :
First Published :
February 16, 2022 11:03 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
UPSC Recruitment 2022|| আকর্ষণীয় বেতন! ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে বিভিন্ন পদে নিয়োগ চলছে