Recruitment 2022|| শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ের বিভিন্ন পদে শীঘ্রই নিয়োগ! আজই আবেদন করুন...

Last Updated:

KV RK Puram Recruitment 2022 Interview: প্রার্থীরা ২৪, ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারেন।

#নয়াদিল্লি: সম্প্রতি আর কে পুরম, দিল্লির কেন্দ্রীয় বিদ্যালয়ের (Kendriya Vidyalaya) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পিজিটি, টিজিটি, পিআরটি, কম্পিউটার প্রশিক্ষক, ডিইও, স্পোর্টস শিক্ষক, এডুকেশনাল কাউন্সিলার, আর্টস এবং ক্রাফটসের শিক্ষক, সঙ্গীত শিক্ষক, নৃত্য, নার্স, যোগ শিক্ষক এবং স্পেশাল এডুকেটর পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কেন্দ্রীয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
সাক্ষাৎকারের তারিখ:
প্রার্থীরা ২৪, ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
PGT: হিন্দি, ইংরেজি, গণিত, ইতিহাস, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, সংস্কৃত
advertisement
TGT: হিন্দি, ইংরেজি, গণিত, এসএসটি, সংস্কৃত
PRT: স্পেশাল এডুকেটর, এডুকেশনাল কাউন্সিলার, কম্পিউটার প্রশিক্ষক, যোগাসন শিক্ষক, স্পোর্টস টিচার, র্টস এবং ক্রাফটস টিচার, স্পোর্টস টিচার, মিউজিক টিচার, ডিইও, নার্স।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাআর কে পুরম, দিল্লির কেন্দ্রীয় বিদ্যালয় (Kendriya Vidyalaya)
পদের নামপিজিটি, টিজিটি, পিআরটি সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যাকিছু জানানো হয়নি
কাজের স্থাননয়াদিল্লি
কাজের ধরনস্থায়ী পদ
নির্বাচন পদ্ধতিব্যক্তিগত সাক্ষাৎকার
আবেদন প্রক্রিয়া শুরুকিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতাবিশদে দেখুন
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিনকিছু জানানো হয়নি
advertisement
ন্যূনতম সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ৫০% নম্বর সহ বা ৫০% নম্বর সহ ইন্টারমিডিয়েট ও অন্যান্য যোগ্যতা। ডিআইইটি/জেবিটি/বি.এড ডিগ্রি সহ হিন্দি ও ইংরেজি মাধ্যমে শেখানোর যোগ্যতা।
যে সকল প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদনে ইচ্ছুক তাঁরা আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলদ্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে https://rkpuramsec2.kvs.ac.in/sites/default/files/CONTRACTUAL%20ADVERTISEMENT%202022.pdf জানতে পারেন।
advertisement
সাক্ষাৎকারের তারিখ এবং স্থান:
TGT, PGT, DEO এবং কম্পিউটার প্রশিক্ষকের জন্য - ২৪ ফেব্রুয়ারি ২০২২ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত।
PRT-এর জন্য - ২৫ ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত। অন্যদের জন্য - ২৬ ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022|| শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ের বিভিন্ন পদে শীঘ্রই নিয়োগ! আজই আবেদন করুন...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement