UPSC Result 2024: প্রকাশিত UPSC-র চূড়ান্ত ফলাফল, দেশে প্রথম উত্তরপ্রদেশের শক্তি দুবে!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
UPSC Result 2024: মঙ্গলবার, প্রকাশিত হল সর্বভারতীয় সিভিল সার্ভিস (ইউপিএসসি)-এর ফলাফল। সর্বভারতীয় পরীক্ষায় প্রথম হয়েছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের শক্তি দুবে। তালিকার প্রথম পাঁচ জনের মধ্যে তিন জনই মহিলা।
নয়াদিল্লিঃ মঙ্গলবার, প্রকাশিত হল সর্বভারতীয় সিভিল সার্ভিস (ইউপিএসসি)-এর ফলাফল। সর্বভারতীয় পরীক্ষায় প্রথম হয়েছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের শক্তি দুবে। তালিকার প্রথম পাঁচ জনের মধ্যে তিন জনই মহিলা। দ্বিতীয় স্থানে হরিয়ানার হর্ষিতা গয়াল এবং তৃতীয় স্থানে পুণের অর্চিত পরাগ। চতুর্থ হয়েছেন গুজরাতের মার্গী চিরাগ শাহ এবং পঞ্চম স্থানে দিল্লির আকাশ গর্গ। প্রথম ২৫ জনের মধ্যে ১১জন মহিলা এবং ১৪জন পুরুষ।
উত্তর্ণীদের মতে, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে যে সমস্ত লড়াই জেতা সম্ভব তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন শক্তি দুবে। এই বছর অর্থাৎ ২০২৪-এর ব্যাচের জন্য আইএএস হিসেবে পদে নিয়োগ করা হবে ১৮০ জন প্রার্থীকে। এটিই সিভিল সার্ভিসের সবথেকে মর্যাদাপূর্ণ পদ হিসেবে গণ্য করা হয়। এর মধ্যে ৭৩টি পদ রয়েছে অসংরক্ষিতদের জন্য, ২৪টি রয়েছে এসসি ও ১৩টি রয়েছে এসটি সম্প্রদায়ের জন্য, ৫২টি পদ ওবিসি এবং ১৮টি পদ ইডব্লিউএস প্রার্থীদের জন্য।
advertisement
advertisement
আর একইসঙ্গে এই বছর আইপিএসের জন্য পদ ঘোষণা হয়েছে ১৫০টি। এর মধ্যে ৬০টি পদ অসংরক্ষিতের জন্য, ২৩টি এসসি, ১০টি পদ এসটি, ৪২টি পদ ওবিসি, ১৫টি পদ ইডব্লিউএস প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2025 8:53 PM IST