বোমা ও গুলিতেই পরিচিতি ওই এলাকার ! SSC GD পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে ভাটপাড়ার নাম উজ্জ্বল করলেন শিবম
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:Subhajit Sarkar
Last Updated:
সোমবার বিকেলে ওই প্রতিষ্ঠানে শিবমকে সংবর্ধনা দেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার, বিশিষ্ট সমাজসেবী প্রিয়াংশু পান্ডে। একইসঙ্গে গুরুকুলের কর্ণধার ও শিক্ষক অমিত সাউকেও সম্মানিত করা হয়। বোমা ও গুলির জন্য পরিচিত ভাটপাড়া-কাঁকিনাড়া অঞ্চলে শিবমের এই সাফল্য এক নতুন দিশা দেখিয়েছে।
শুভজিৎ সরকার, কাকিনাড়া: দেশের মধ্যে SSC GD পরীক্ষায় প্রথম, জগদ্দলের শিবমের কৃতিত্বে গর্বিত কাঁকিনাড়া-সহ গোটা বাংলা। এসএসসি জিডি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন জগদ্দলের পুরানী বাজারের বাসিন্দা শিবম চৌধুরী। তিনি কাঁকিনাড়ার কাটাডাঙ্গা রোডের শান্তিনগরের গুরুকুল কম্পিটিটিভ ইনস্টিটিউশনের ছাত্র। সোমবার বিকেলে ওই প্রতিষ্ঠানে শিবমকে সংবর্ধনা দেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার, বিশিষ্ট সমাজসেবী প্রিয়াংশু পান্ডে। একইসঙ্গে গুরুকুলের কর্ণধার ও শিক্ষক অমিত সাউকেও সম্মানিত করা হয়। বোমা ও গুলির জন্য পরিচিত ভাটপাড়া-কাঁকিনাড়া অঞ্চলে শিবমের এই সাফল্য এক নতুন দিশা দেখিয়েছে।
শিবম জানায়, মানুষের রূপে জন্ম নিয়ে কিছু এমন কাজ করা উচিত যাতে বাবা-মা এবং সমাজ গর্বিত হতে পারে। সে চায়, এলাকার সব ছেলে-মেয়েই যেন এমন উন্নতি করে যাতে কেউ কাঁকিনাড়ার যুবসমাজকে আর বেকার বলতে না পারে। গুরুকুলের শিক্ষক অমিত শাউ বলেন, “আমি শিবমকে বলেছিলাম র্যাঙ্ক ১-১০ এর মধ্যে চাই। কিন্তু সে প্রথম হয়ে আমাদের গর্বিত করেছে।”
advertisement
advertisement
তিনি আরও জানান, গুরুকুলে মূলত বেসিক ও ক্যালকুলেশনে জোর দেওয়া হয়। পাশাপাশি, আর্থিক সমস্যার কারণে যেসব শিক্ষার্থী ফি দিতে পারে না, তাদের জন্য ছাড় রয়েছে। শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। তাদের লক্ষ্য, কাঁকিনাড়ার চেহারা বদলে দেওয়া।
view commentsLocation :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
August 01, 2025 11:34 AM IST