উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে কড়া নির্দেশিকা সংসদের! জেনে নিন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Tias Banerjee
Last Updated:
Higher Secondary Examination 2026: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বা বিশেষ জরুরি কারণ ছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী ছুটি নিতে পারবেন না, জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা (H.S) চলাকালীন শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে কড়া নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বা কোনও বিশেষ জরুরি কারণ ছাড়া পরীক্ষা চলাকালীন কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী ছুটি নিতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার। তার আগেই বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষা চলাকালীন সমস্ত ধরনের ছুটি কার্যত বাতিল থাকবে। তবে বিজ্ঞপ্তিতে একটি ব্যতিক্রমের কথাও উল্লেখ করা হয়েছে। কোনও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মা ও বাবা যদি দু’জনেই কোনও স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মী হন, সে ক্ষেত্রে তাঁদের মধ্যে যেকোনও একজন ছুটি নিতে পারবেন।
advertisement
advertisement
এ ছাড়াও স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। কোনও পরীক্ষার্থী যে স্কুলে পরীক্ষা দিতে যাবে, সেই স্কুলে যদি তার কোনও অভিভাবক শিক্ষক বা শিক্ষাকর্মী হিসেবে কর্মরত থাকেন, তাহলে তাঁরা ওই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার কাজে যুক্ত থাকতে পারবেন না।
advertisement
শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষের কাছাকাছি। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে সংসদ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2026 2:44 PM IST











