Gold: প্রচুর সোনা! ভারত থেকে মাত্র ৯ ঘণ্টা দূরের এই দেশ! এবার লক্ষ্য বিশ্বসেরা শীর্ষ দশের তালিকা
- Published by:Tias Banerjee
Last Updated:
এই দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ১৫০ টন সোনা কেনার পরিকল্পনায়, মোট ভাণ্ডার ৭০০ টনে পৌঁছতে পারে! ভারত থেকে মাত্র ৯ ঘণ্টার দূরত্বে! জানেন কোন দেশ?
ভারতের থেকে মাত্র ন’ঘণ্টার দূরত্বে অবস্থিত এক ইউরোপীয় দেশ, যার সোনার ভাণ্ডার অনেকের ধারণার থেকেও বড়—এ বার বিশ্বে শীর্ষ দশে ঢোকার পথে তারা। সাম্প্রতিক এক বিবৃতিতে ওই দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, অতিরিক্ত সর্বোচ্চ ১৫০ টন সোনা কেনা হতে পারে। সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে মোট সোনার ভাণ্ডার বেড়ে প্রায় ৭০০ টনে পৌঁছবে।
advertisement
সাম্প্রতিক দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া বাজারে সোনার দামে তীব্র ওঠানামা নজর কেড়েছে। ৩০ জানুয়ারি ভারতে সোনা ও রুপোর দাম রেকর্ড ছোঁয়ার পর এক ধাক্কায় কমে যায়। একদিনেই সোনার দাম প্রায় ৩.৫ শতাংশ এবং রুপোর দাম প্রায় ৫ শতাংশ পড়ে। মার্কিন ডলার শক্তিশালী হওয়া এবং লগ্নিকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতাকেই এই পতনের কারণ হিসেবে ধরা হচ্ছে। এই আবহেই নজরে এসেছে এই দেশের সোনার ভাণ্ডার বাড়ানোর সিদ্ধান্ত।
advertisement
সে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সম্প্রতি নিশ্চিত করেছে, তারা উল্লেখযোগ্য পরিমাণে সোনা কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। ব্যাঙ্কের বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত ১৫০ টন পর্যন্ত সোনা কেনা হতে পারে। নির্দিষ্ট সময়সীমা না জানানো হলেও প্রস্তাবিত পরিমাণের আকার আন্তর্জাতিক আর্থিক মহলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। এতে স্পষ্ট, সাম্প্রতিক বছরগুলিতে এটি বিশ্বের অন্যতম সক্রিয় সোনা ক্রেতা হিসেবেই নিজেদের অবস্থান পোক্ত করছে।
advertisement
সোনার প্রতি এই দেশের আগ্রহ নতুন নয়। কেন্দ্রীয় ব্যাঙ্কের লক্ষ্য, মোট বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের প্রায় ৩০ শতাংশ যেন সোনায় থাকে। নতুন নীতিতে বলা হয়েছে, প্রয়োজনে এই অনুপাত ছাড়িয়েও মোট সোনা ৭০০ টনে পৌঁছতে পারে। কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, এই পদক্ষেপ দেশটিকে বিশ্বের সর্বাধিক সোনার ভাণ্ডার থাকা শীর্ষ দশটি দেশের কাতারে তুলে দেবে। উল্লেখযোগ্যভাবে, এই দেশের হাতে ইতিমধ্যেই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের থেকেও বেশি সোনা রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই দেশ হল পোল্যান্ড। এই নীতির অংশ হিসেবেই ২০১৯ সালে লন্ডনের ভল্ট থেকে ১০০ টন সোনা ওয়ারশতে ফিরিয়ে আনে পোল্যান্ড। বিশ্লেষকদের মতে, পোল্যান্ডের এই পদক্ষেপ আসলে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির বৃহত্তর প্রবণতারই অংশ। তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি মোট ১,০৪৪.৬ টন সোনা কিনেছে, যা ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি। ২০২২ সালে এই পরিমাণ ছিল সর্বোচ্চ, ১,১৩৬ টন। তুলনায় ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে গড়ে বছরে প্রায় ৪৭৩ টন সোনা কেনা হয়েছিল।






