SSC Recruitment Tainted List: অযোগ্য হয়েও নতুন পরীক্ষায় বসার আবেদন, কতজনের অ্যাডমিট বাতিল করল এসএসসি?

Last Updated:

SSC Recruitment Tainted List: এবার দ্বিতীয় তালিকা প্রকাশ করল এসএসসি। সেই মতো অযোগ্যদের মধ্যে যারা আবেদন করেছিলেন তাদের অ্যাডমিট বাতিল করে দেওয়া হল। কতজনের নাম রয়েছে দ্বিতীয় তালিকায়?

এবার দ্বিতীয় তালিকা প্রকাশ
এবার দ্বিতীয় তালিকা প্রকাশ
কলকাতা: এবার দ্বিতীয় তালিকা প্রকাশ করল এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল অযোগ্য প্রার্থীদের মধ্যে যারা ফের পরীক্ষায় বসার আবেদন করবেন তাদের অ্যাডমিট বাতিল করে তালিকা প্রকাশ করতে হবে। সেই সঙ্গে কোনও অযোগ্য প্রার্থীদের যাতে পুনরায় পরীক্ষায় বসতে না দেওয়া হয় সেই নির্দেশও দিয়েছিল। সেই মতো অযোগ্যদের মধ্যে যারা আবেদন করেছিলেন তাদের অ্যাডমিট বাতিল করে দেওয়া হল।
advertisement
advertisement
অযোগ্য প্রার্থীদের মধ্য থেকে যারা আবেদন করেছিলেন নবম-দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য সেই রকম প্রার্থী ছিল ১১৪০ জন। তাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করল এসএসসি। একাদশ-দ্বাদশের জন্য অযোগ্য প্রার্থীদের মধ্য থেকে যারা আবেদন করেছিলেন তাদের সংখ্যা ছিল ১০২০। তাদেরটা এডমিট কার্ডও বাতিল করে দিল এসএসসি। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া তারা অংশ নিতে পারবে না। এই তালিকায় প্রার্থীর রোল নম্বর, বিষয় এবং কোথায় পরীক্ষা হওয়ার কথা ছিল, তা দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়নি।
advertisement
অর্থাৎ নতুন পরীক্ষায় কেবল যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন, আর আবেদন করতে পারবেন যাদের নাম অযোগ্যদের তালিকায় নেই তারা। অভিজ্ঞরা প্রত্যেকেই অতিরিক্ত ১০ নম্বর করে পাবেন নতুন পরীক্ষায় বসে চাকরি পাওয়া জন্য।
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যারা ফের নতুন করে পরীক্ষার জন্য আবেদন করেছিল, তাদের মধ্যে যারা অযোগ্য, তাদের অ্যডমিট কার্ড বাতিল করা হল বলে জানা গিয়েছে এসএসসি সূত্রে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Recruitment Tainted List: অযোগ্য হয়েও নতুন পরীক্ষায় বসার আবেদন, কতজনের অ্যাডমিট বাতিল করল এসএসসি?
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement