SSC recruitment Case: অবশেষে প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকা! ১৮০৪ জনের নাম, রোল নম্বর-সহ সামনে আনল এসএসসি
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
SSC recruitment Case tainted list: অবশেষে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল এসএসসি। দীর্ঘ প্রতীক্ষার পরে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হল। কী কারণে কতজনের চাকরি বাতিল হয়ে নাম সমেত তা উল্লেখ করা হয়েছে তালিকায়।
কলকাতা: অবশেষে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল এসএসসি। দীর্ঘ প্রতীক্ষার পরে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হল। কী কারণে কতজনের চাকরি বাতিল হয়ে নাম সমেত তা উল্লেখ করা হয়েছে তালিকায়।
এসএসসির ওয়েবসাইট অনুযায়ী, ৩৪ পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। নবম-দশমে এবং একাদশ-দ্বাদশে ১৮০৪ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। নাম এবং রোল নম্বর-সহ উল্লেখ করা হয়েছে। স্কুল এবং বিষয়ের নাম নেই, প্রথম তালিকা বলে উল্লেখ করা হয়েছে।
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। তার পরে বার বার অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে বলে দাবি তুলে বিক্ষোভ দেখানো হয়েছিল। না হলে চাকরি গেলেও কারা যোগ্য, কারা অযোগ্য তা বোঝা যাচ্ছিল না। তাই আদালতের নির্দেশ মেনে, সমস্ত নিয়ম মেনেই প্রকাশ করা হল তালিকা। নামের আদ্যক্ষর অনুযায়ী অযোগ্য প্রার্থীদের নাম উল্লেখ করা হয়েছে এসএসসির ওয়েবসাইটে।
advertisement
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছিল এসএসসিকে, সাত দিনের মধ্যে অযোগ্য বা দাগী প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে বলে জানা গিয়েছিল। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন জানিয়েছিলেন শনিবারের মধ্যেই তালিকা প্রকাশের চেষ্টা করা হচ্ছে। যদিও ১৯০০ অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশের কথা বলা হলেও ১৮০৪ জনের তালিকা কেন প্রকাশিত হল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি এটিকে প্রথম তালিকা হিসাবে উল্লেখ করার ফলে প্রশ্ন আরও তালিকা বেরোবে কি না।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 30, 2025 8:09 PM IST








