SSC Recruitment 2025: এসএসসির অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না 'অযোগ্য'রা, অযোগ্য প্রার্থীরা ফের আবেদন করছেন?

Last Updated:

SSC Recruitment 2025: স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই ওয়েবসাইটে এই নির্দেশিকা আপলোড করেছে। অ্যাডমিট কার্ড দেওয়া নিয়েই এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে এসএসসি। জেনে নিন... 

এসএসসির অ্যাডমিট কার্ড দিচ্ছে
এসএসসির অ্যাডমিট কার্ড দিচ্ছে
কলকাতা: ১৮০ জন অযোগ্য প্রার্থীর পরেও কি এখনও শিক্ষক নিয়োগের আবেদনকারীদের মধ্যে রয়ে গিয়েছে অযোগ্যরা? ১৪ অগাস্ট থেকে প্রভিশনাল অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। কিছু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে ওয়েবসাইট স্পষ্ট করে টেইন্টেড বা অযোগ্য বলে উল্লেখ থাকছে। যে কারণে সেইসব অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না বলে ওয়েবসাইটে স্পষ্ট লেখা রয়েছে।
অথচ, হাইকোর্টে নতুন আবেদনকারীদের মধ্যে ১৮০ জন অযোগ্য রয়েছে বলে জানিয়েছিল এসএসসি। ওই ১৮০ জনকে তালিকা থেকে বাদও দেওয়া হয়। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অভিযোগ অযোগ্যরা অনেকই পুরনো বিবরণ ও অভিজ্ঞতা এড়িয়ে নতুন আবেদন করেছিল। এসএসসি এমন ১৮০ জনকে চিহ্নিত করতে পারলেও সকলকে পারেনি।
আরও পড়ুন: মাধ্যমিক পাশ করা থাকলেই রাজ্যের বেকাররা পাবেন যুবশ্রীর ১৫০০ টাকা, কীভাবে ও কতদিন আবেদন করা যায়? এক ক্লিকে জানুন
যাঁদের চিহ্নিত করতে পারেনি তাঁরাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে সমস্যায় পড়ছেন। প্রভিশনাল অ্যাডমিট কার্ড প্রসঙ্গে তাঁদের বক্তব্য, পরবর্তীতে এসএসসি চাইলে একাধিক পরিবর্তন করার লক্ষ্যে এমনটা করেছে। একই সঙ্গে পরীক্ষার এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু না করে এত তাড়াতাড়ি কেন অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
advertisement
advertisement
আরও পড়ুন: ইচ্ছে থাকলে মানুষ সব পারে! প্রমাণ দিলেন জাল টেনে মাছ ধরা কাঁথির যাদব, আজ তিনি IIT-র প্রফেসর
প্রসঙ্গত আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেবে। দু’টি পরীক্ষা মিলিয়ে প্রায় ৫ লক্ষ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী আবেদন জানিয়েছেন। ইতিমধ্যেই পরীক্ষার প্রস্তুতি ও চূড়ান্ত করেছে এসএসসি। নবান্নে তরফে জেলাশাসকদের ইতিমধ্যেই পরীক্ষা প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষার দিন বা তার আগের দিনে কী কী করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। শুধু তাই নয় পরীক্ষা সময় ফ্রিস্কিং থেকে শুরু করে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
advertisement
সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষের দিকেই স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে নবান্নের উচ্চ পর্যায়ের আধিকারিকরা জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে পারেন। তার আগেই এসএসসি-র তরফে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Recruitment 2025: এসএসসির অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না 'অযোগ্য'রা, অযোগ্য প্রার্থীরা ফের আবেদন করছেন?
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement