School Education: আজ থেকেই বিরাট নিয়ম বদল স্কুলে, শিক্ষক-শিক্ষিকাদের জন্য কড়া নির্দেশ পর্ষদের
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
School Education: আজ থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে নতুন নিয়ম শিক্ষক-শিক্ষিকাদের জন্য। আজ থেকে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের ঢুকতে হবে সকাল ১০:৩৫ এর মধ্যেই।
আজ থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে নতুন নিয়ম শিক্ষক-শিক্ষিকাদের জন্য। আজ থেকে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের ঢুকতে হবে সকাল ১০:৩৫ এর মধ্যেই। মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুল গুলির ক্ষেত্রে ১০ মিনিট এগিয়ে আনা হল স্কুল শিক্ষকদের স্কুলে যাওয়ার সময়সূচী।
১০টা ৫০ পর স্কুলে ঢুকলেই হয়ে যাবে ‘লেট মার্ক’। সকাল ১০:৪০ থেকে সকাল ১০:৫০ পর্যন্ত ১০ মিনিট ধরে হবে প্রার্থনা স্কুলে স্কুলে। এতদিন পর্যন্ত শিক্ষক-শিক্ষিকাদের ১০:৪৫ এর মধ্যে স্কুলে ঢুকলেই হত। আজ থেকে নিয়ম বদল রাজ্যজুড়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য।
আরও পড়ুন- গুরুতর চোট, যন্ত্রণায় কাতরাচ্ছেন অঙ্কুশ! বিছানায় শুয়েই বর্ষবরণ উদযাপন অভিনেতার, হলটা কী?
advertisement
advertisement
১১:১৫ এর পর স্কুলে ঢুকলেই অনুপস্থিতি বলে গণ্য হবে। সপ্তাহে ৩২ ঘন্টা ক্লাস নিতেই হবে প্রত্যেকটি স্কুলকে। বিকেল ৪.৩০ এর আগে কোনও শিক্ষক-শিক্ষিকা বা অশিক্ষক কর্মী স্কুল থেকে বেরোতে পারবেন না। নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। আজ থেকে শুরু হচ্ছে রাজ্যজুড়ে নয়া শিক্ষাবর্ষ।
advertisement
‘এটা খুব দুর্ভাগ্যজনক শিক্ষকরা সময়ে আসছেন না।di রা আছেন প্রতিটা জেলায়।নিশ্চয়ই তারা দেখবেন।আমাদের কাছে অভিযোগ এলে আমরা নিশ্চয়ই জানতে চাইবো।’বললেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষক-শিক্ষিকাদের জন্য লেট মার্কের সময়টা বাড়িয়েছি। যাতে শিক্ষক-শিক্ষিকারা এসে অন্তত দ্বিতীয় ক্লাসটা নিতে পারে।’
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2024 10:58 AM IST