School Reopens: প্রাথমিকে স্কুল তো খুলল, পড়ুয়া এল কত? চমকে দিচ্ছে স্কুল শিক্ষা দফতরের রিপোর্ট!

Last Updated:

School Reopens: তবে প্রাথমিক এর তুলনায় উচ্চ প্রাথমিকে উপস্থিতির হার অনেকটাই কম। পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত উপস্থিতির হার প্রথম দিনে ৬০ শতাংশের সামান্য বেশি।

সমস্তরকম করোনাবিধি মেনে ২১ ফেব্রুয়ারি খুলে যাচ্ছে গোয়ার স্কুলগুলি। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিয়মিত অফলাইন ক্লাস শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। শিক্ষা দফতরের তরফে জারি হয়েছে নির্দেশিকাও।
সমস্তরকম করোনাবিধি মেনে ২১ ফেব্রুয়ারি খুলে যাচ্ছে গোয়ার স্কুলগুলি। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিয়মিত অফলাইন ক্লাস শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। শিক্ষা দফতরের তরফে জারি হয়েছে নির্দেশিকাও।
#কলকাতা: দীর্ঘ দু বছর পর প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা স্কুলে গেল (School Reopening)। বুধবার থেকেই শুরু হয়েছে স্কুল। আর প্রথম দিনেই প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত রাজ্যজুড়ে শিশুদের উপস্থিতির হার ইতিবাচক সংকেত দিল রাজ্যকে (West Bengal School Reopening)।
রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর রাজ্যজুড়ে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি (School Reopens) পর্যন্ত শিশুদের উপস্থিতির হার ছিল বুধবার ৭৩.৩৩ শতাংশ। প্রাথমিকে মোট ৫০২৬৩ টি স্কুল শুরু হয়েছিল রাজ্যে। স্কুল শিক্ষা দফতরের হিসেব বলছে মোট ছাত্র ছাত্রী প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত রয়েছে ৫৭,৬৫,৫৫৮ জন। যার মধ্যে স্কুলে উপস্থিত হয়েছে ৪২,২৮,১০৭ জন। যে সংখ্যা আশা জাগাচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতরকে  (WB School Education Department) আগামী দিনে উপস্থিতির হার বাড়ানোর ক্ষেত্রে।
advertisement
advertisement
উল্লেখযোগ্য উপস্থিতির  (School Reopening) হার ছিল শিক্ষক-শিক্ষিকাদেরও। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর প্রাথমিকের মোট শিক্ষক পার্টটাইম এবং প্যারাটিচার মিলিয়ে রয়েছে ২,১০,৯৪৪ জন। যার মধ্যে প্রথম দিন রাজ্যজুড়ে প্রাথমিকে স্কুলগুলিতে (School Reopens) ২,০৪,১৮৩ জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিল। পাশাপাশি উচ্চপ্রাথমিক অর্থাৎ পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত উপস্থিতির হার উল্লেখযোগ্য ছিল শিক্ষক-শিক্ষিকাদের (West Bengal School Reopening)।
advertisement
যদিও প্রাথমিকের তুলনায় উচ্চ প্রাথমিকে পড়ুয়াদের উপস্থিতির হার অনেকটাই কম ছিল। উচ্চ প্রাথমিকে ক্ষেত্রে রাজ্য জুড়ে উপস্থিতির হার ছিল ৬০.৭৩ শতাংশ। প্রথম দিন অর্থাৎ বুধবার ১৩৪৭৫ টি স্কুলে উচ্চ প্রাথমিকের ক্লাস হচ্ছে বলেই স্কুল শিক্ষা দফতর (WB School Education Department) সূত্রে খবর। রাজ্যজুড়ে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৬,৬২,১৪৪ জন।যার মধ্য ২২,২৪,০২৪ জন ছাত্র-ছাত্রী উপস্থিত হয়েছিল।
advertisement
তবে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য। স্কুল শিক্ষা দফতর  (WB School Education Department) সূত্রে খবর ৯৫.৭৬ শতাংশ ছিল শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি। প্রথম দিনেই প্রাথমিক স্তরে উপস্থিতির হার ইতিবাচক থাকায় আগামী দিনে উপস্থিতির হার আরো বাড়বে বলে মনে হচ্ছে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। যদিও যে স্কুলগুলিতে (School Reopens) উপস্থিতির হার তুলনামূলক কম হচ্ছে সেই স্কুলগুলিতে বাড়তি নজর রাখার কথা বলা হয়েছে জেলার আধিকারিকদের। টানা এক সপ্তাহ বা দুসপ্তাহ কেন আসছে না তার কারণ জানতে চেয়ে বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করার কথা বলা হতে পারে আধিকারিকদের বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর (West Bengal School Reopening)।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
School Reopens: প্রাথমিকে স্কুল তো খুলল, পড়ুয়া এল কত? চমকে দিচ্ছে স্কুল শিক্ষা দফতরের রিপোর্ট!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement