Dilip Ghosh: বুধবার দিল্লি সফরে দিলীপ ঘোষ, "তাঁকে বঞ্চিত করা হল...", কার প্রসঙ্গে বললেন এমন কথা?

Last Updated:

Dilip Ghosh: কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) প্রয়াণে প্রতিক্রিয়া জানান দিলীপ ঘোষ।

দিল্লি সফরে দিলীপ ঘোষ
দিল্লি সফরে দিলীপ ঘোষ
#কলকাতা: বুধবার সকালের বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) প্রয়াণে প্রতিক্রিয়া জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, "অত্যন্ত দুঃখের বিষয়। যাওয়ার ছিল ঠিকই। বয়স হয়েছিল ওঁর। তবুও মেনে নিতে কষ্ট হয়। অনেক কিছু দিয়েছেন তিনি বাংলা সংস্কৃতি জগতকে। এক স্তম্ভ ছিলেন কিন্তু অনেক বছর ধরে অসুস্থ ছিলেন। কিন্তু আজ তাঁর জায়গাটা পূরণ করা কঠিন হবে।"
সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee death) পদ্মশ্রী প্রদান বিতর্ক নিয়ে এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি জানান, এটা খুব দুর্ভাগ্যের বিষয় সে জীবদ্দশায় তিনি রাজনীতির শিকার হলেন। তাঁকে পদ্মশ্রী নিতে দেওয়া হল না এটা তিনি চান কিনা তার অডিও দেখলাম না ভিডিও দেখলাম না, জোর করে তাঁর নামে চাপিয়ে দিয়ে তাঁকে বঞ্চিত করা হল।"
advertisement
advertisement
তৃণমূলের কেন্দ্রীয় সরকারের সমালোচনা নিয়ে এদিন দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "তৃণমূলের লোকেরা এই নোংরা রাজনীতি করছেন সিপিএম যেমন বুদ্ধ বাবুকে বঞ্চিত করেছেন জ্যোতিবাবুকে বঞ্চিত করেছেন, টিএমসির লোকেরা নিজেদের রাজনীতির কারণে বাংলার যাঁরা গর্ব তাঁদের ব্যবহার করেছেন এবং তাঁদেরকে বিতর্কের মধ্যে নিয়ে এসে ঘৃণ্য রাজনীতির শিকার করেছেন।"
advertisement
এর আগে মঙ্গলবার  পুরভোট নিয়ে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস কোনও রাজনৈতিক দল নয়, ওটা আসলে ডাকাতের দল।’ তাঁর আক্রমণ থেকে বাদ যাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ‘ওই ডাকাতের দলের একজন সর্দার রয়েছেন। তিনিই হলেন ডাকাতরাণী।’ পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে তার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে দলের ৩৩ জন প্রার্থী ও দলের নেতাদের নিয়ে পদযাত্রা করেন দিলীপ ঘোষ। পদযাত্রার শেষে কার্জনগেটের সামনে একসভায় তিনি বক্তব্য রাখেন তীব্রভাবে নিশানা করেন তৃণমূলকে। এরপর আজ ফের সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রসঙ্গেও শাসক দলকে কটাক্ষ করতে শোনা গেল দিলীপ ঘোষকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: বুধবার দিল্লি সফরে দিলীপ ঘোষ, "তাঁকে বঞ্চিত করা হল...", কার প্রসঙ্গে বললেন এমন কথা?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement