School Holiday List 2023: গরমের ছুটি ১০ দিন! পুজোয় কত? ২০২৩ সালে রাজ্যে কবে কবে স্কুলে ছুটি? দেখুন সম্পূর্ণ তালিকা

Last Updated:

School Holiday List 2023: আগামী বছর কবে কবে স্কুল ছুটি থাকবে? সেই তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তালিকা অনুযায়ী, এবার মোট ১০ দিন গরমের ছুটি পড়েছে।

২০২৩-এর স্কুলের ছুটির তালিকা প্রকাশ!
২০২৩-এর স্কুলের ছুটির তালিকা প্রকাশ!
#কলকাতা: শেষ হতে চলেছে ২০২২। আগামী বছর কবে কবে স্কুল ছুটি থাকবে? সেই তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তালিকা অনুযায়ী, এবার মোট ১০ দিন গরমের ছুটি পড়েছে। যদিও এই বছরও গ্রীষ্মকালের পরিস্থিতি বিচার করে একাধিকবার ছুটি বাড়িয়েছে রাজ্য সরকার। ২০২৩-এও পুজোর ছুটি পড়েছে ২৬ দিন।
পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এই ছুটির তালিকাটি (২০২৩ শিক্ষাবর্ষ) একটি নমুনা তালিকা হিসেবে দেওয়া হল। তালিকায় মোট ৬৫ টি ছুটির উল্লেখ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার বিশেষ বিশেষ এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলির ভৌগোলিক বৈশিষ্ট্য, আঞ্চলিক উৎসব/প্রথার বিভিন্নতা, প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনা অনুযায়ী ছুটির দিনগুলি পরিবর্তিত হতে পারে। যা বিদ্যালয়ের পরিচালন সমিতি বা প্রশাসক কর্তৃক অনুমোদিত হতে হবে। কিন্তু বছরে মোট ছুটির সংক্যা কোনওভাবেই ৬৫ দিনের বেশি হবে না।'
advertisement
advertisement
একনজরে দেখে নিন স্কুলের ছুটির সম্পূর্ণ তালিকা
১ জানুয়ারি: ইংরেজি নববর্ষ (রবিবার)।
১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী (বৃহস্পতিবার)
২৩ জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী (সোমবার, স্কুলে পালন করতে হবে)।
advertisement
২৫ জানুয়ারি: সরস্বতী পুজোর আগেরদিন (বুধবার)।
২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো (বৃহস্পতিবার, স্কুলে পালন করতে হবে)।
১৪ ফেব্রুয়ারি: পঞ্চানন বর্মার জন্মদিবস (মঙ্গলবার)।
১৮ ফেব্রুয়ারি: শিবরাত্রি (শনিবার)।
৭ মার্চ: দোলযাত্রা (মঙ্গলবার)।
৮ মার্চ: হোলি (দোলযাত্রার পরের দিন) এবং সবে-ই-বরাত (বুধবার)।
১৯ মার্চ: শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী (রবিবার)।
৪ এপ্রিল: মহাবীর জয়ন্তী (মঙ্গলবার)।
advertisement
৭ এপ্রিল: গুড ফ্রাইডে (শুক্রবার)।
১৪ এপ্রিল: বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী (শুক্রবার)।
১৫ এপ্রিল: বাংলা নববর্ষ (শনিবার)।
২১ এপ্রিল: ইদ-উল-ফিতরের আগেরদিন (শুক্রবার)।
২২ এপ্রিল: ইদ-উল-ফিতর (শনিবার)।
১ মে: মে দিবস (সোমবার)।
৫ মে: বুদ্ধপূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী (শুক্রবার)।
৯ মে: রবীন্দ্র জয়ন্তী (মঙ্গলবার)।
২৪ মে থেকে ৪ জুন: রবিবার ছুটি হিসেবে বিবেচনা করা হবে না। মোট ১০ দিন ধার্য করা হয়েছে।
advertisement
২০ জুন: রথযাত্রা (মঙ্গলবার)।
২৯ জুন: বকরি ইদ (বৃহস্পতিবার)।
২৯ জুলাই: মহরম (শনিবার)।
১৫ অগস্ট: স্বাধীনতা দিবস (মঙ্গলবার, স্কুলে পালন করতে হবে)।
৩০ অগস্ট: রাখি পূর্ণিমা (বুধবার)। ৬ সেপ্টেম্বর: জন্মাষ্টমী (বুধবার)।
২৯ সেপ্টেম্বর: ফতোয়া-দোয়াজ-দাহাম (বৃহস্পতিবার)।
২ অক্টোবর: গান্ধী জয়ন্তী (সোমবার)।
১৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর (দুর্গাপুজোর চতুর্থী থেকে ভাইফোঁটার পরদিন পর্যন্ত): পুজোর জন্য ২৬ দিন ছুটি থাকবে (রবিবার বাদে অর্থাৎরবিবারছুটিরমধ্যেযোগকরাহবেনা)।
advertisement
১৫ নভেম্বর: বিরসা মুন্ডার জন্মদিবস (বুধবার) (পুজোর ছুটির মধ্যে অন্তর্গত)।
১৯ নভেম্বর: ছটপুজো (রবিবার)।
২০ নভেম্বর: ছটপুজোর জন্য বাড়তি ছুটি (সোমবার)।
২৭ নভেম্বর: গুরু নানকের জন্মজয়ন্তী (সোমবার)।
২৫ ডিসেম্বর: বড়দিন (সোমবার)।
এছাড়াও কবি ভানুভক্তের জন্মদিবস উপলক্ষ্যে ১৩ জুলাই (বৃহস্পতিবার) স্কুল ছুটি থাকবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার। এছাড়াও সম্প্রদায়গত কয়েকটি ছুটিও দেওয়া হয়েছে। গুরু রবিদাসের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ৫ ফেব্রুয়ারি, ইস্টান স্যাটারডে'র জন্য ৮ এপ্রিল এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য হুল দিবল উপলক্ষ্যে ৩০ জুন ছুটি থাকবে। উল্লেখ্য, পর্ষদের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ছুটির দিন পরিবর্তিত হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
School Holiday List 2023: গরমের ছুটি ১০ দিন! পুজোয় কত? ২০২৩ সালে রাজ্যে কবে কবে স্কুলে ছুটি? দেখুন সম্পূর্ণ তালিকা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement