Recruitment 2022: ভিনরাজ্যে সরকারি চাকরির সুযোগ, বিপুল নিয়োগ শুরু! জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
ইচ্ছুক প্রার্থীদের আগামী ২ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)
#নয়াদিল্লি: সম্প্রতি রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের (Rajasthan Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র জিওফিজিস্ট সহ অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
RPSC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
RPSC Recruitment 2022: আবেদন পদ্ধতি
অফিসিয়াল ওয়েবসাইট- rpsc.rajasthan.gov.in-এ গিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন (OTR) উইন্ডোর মাধ্যমে নাম রেজিস্টার এবং লগইন আইডি তৈরি করতে হবে।
আইডি ব্যবহার করে RPSC ড্যাশবোর্ডে লগইন করতে হবে।
ফর্ম পূরণ করতে হবে।
advertisement
ডকুমেন্ট আপলোড করতে হবে।
আবেদন ফি প্রদান করে ফর্ম জমা দিতে হবে।
ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মের একটি কপি প্রিন্ট আউট করিয়ে নিতে হবে।
আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে।
আরও পড়ুন: সরকারি চাকরির দারুণ সুযোগ, মাসিক বেতন শুরু ১,০০,০০০ থেকে! জানুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা: | রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন (Rajasthan Public Service Commission) |
পদের নাম: | জুনিয়র জিওফিজিসিস্ট, জুনিয়র হাইড্রোজোলজিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট |
শূন্যপদের সংখ্যা: | ৫৩ |
কাজের স্থান: | রাজস্থান |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু: | চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: ০২.০৩.২০২২
RPSC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিসাত্রিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৫৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
জুনিয়র জিওফিজিসিস্ট- ৫টি পদ
জুনিয়র হাইড্রোজোলজিস্ট- ৮টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- ৪টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (হাইড্রোজোলজি)- ৩৬টি পদ।
RPSC Recruitment 2022: আবেদন ফি
অসংরক্ষিত বিভাগের প্রার্থী এবং অন্যান্য রাজ্যের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ৩৫০ টাকা দিতে হবে। যদিও, ওবিসি, বিসি বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ২৫০ টাকা এবং এসসি, এসটি বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১৫০ টাকা দিতে হবে।
Location :
First Published :
February 09, 2022 5:44 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: ভিনরাজ্যে সরকারি চাকরির সুযোগ, বিপুল নিয়োগ শুরু! জানুন