Recruitment 2022: সরকারি চাকরির দারুণ সুযোগ, মাসিক বেতন শুরু ১,০০,০০০ থেকে! জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
ইচ্ছুক প্রার্থীদের আগামী ২ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। (Recruitment 2022)
#নয়াদিল্লি: সম্প্রতি অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের (Oil and Natural Gas Corporation Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2022)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন (Recruitment 2022)।
ONGC Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে।সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ONGC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত, প্রথম মহিলা উপাচার্য পেল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা: | অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (Oil and Natural Gas Corporation Limited) |
পদের নাম: | ডেপুটি জেনারেল ম্যানেজার |
শূন্যপদের সংখ্যা: | ০১ |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদে দেখুন |
বেতনক্রম: | মাসিক ১,০০,০০০ – ২,৬০,০০০ টাকা |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: ০২.০৩.২০২২
ONGC Recruitment 2022: আবেদনের যোগ্যতা
যোগ্য এয়ারক্রাফ্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারদের (AME), যাদের হেভি এয়ারফ্রেম এবং জেট ইঞ্জিন, ইন্সট্রুমেন্ট সিস্টেম, রেডিও এবং নেভিগেশন সিস্টেমে মৌলিক AME লাইসেনন্স রয়েছে এবং সিনিয়র লেভেল হিসাবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে, তারা আবেদনের যোগ্য।
বিমান চালানোর অভিজ্ঞতা আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
advertisement
ONGC Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত সাক্ষাৎকারে পারফর্ম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা হবে। আবেদনকারী এবং যোগ্যতার মানদণ্ড পূরণকারী প্রার্থীর সংখ্যা বেশি হলে, নিয়োগকারী কর্তৃপক্ষ এই পদের জন্য বিবেচিত প্রার্থীদের সংখ্যা নির্ধারণ করবে এবং সেই অনুযায়ী যোগ্যতা অথবা অভিজ্ঞতার মানদণ্ড নির্ণয় করা হতে পারে।
ONGC Recruitment 2022: বয়সসীমা
ন্যূনতম বয়সসীমা: ৪৫ বছর।
advertisement
সর্বোচ্চ বয়সসীমা: ৫০ বছর।
ONGC Recruitment 2022: বেতনক্রম
নির্বাচিত প্রার্থীরা মাসিক ১,০০,০০০ –২,৬০,০০০ টাকা বেতন পাবেন।
Location :
First Published :
February 09, 2022 1:44 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: সরকারি চাকরির দারুণ সুযোগ, মাসিক বেতন শুরু ১,০০,০০০ থেকে! জানুন