JNU First Woman Vice Chancellor: শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত, প্রথম মহিলা উপাচার্য পেল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়

Last Updated:

শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত (JNU First Woman Vice Chancellor) জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য।

JNU First Woman Vice Chancellor
JNU First Woman Vice Chancellor
#নয়াদিল্লি: প্রথম মহিলা উপাচার্য (JNU First Woman Vice Chancellor) পেল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU)। পুনের সাবিত্রী ফুলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত (Santishree Dhulipudi Pandit) জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। বিদায়ী উপাচার্য এম জগদীশ কুমার জানিয়েছেন, তিনি এই খবরে খুবই খুশি যে সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের পবলিটিক্স ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত (JNU First Woman Vice Chancellor) জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন। বিদায়ী উপাচার্য এম জগদীশ কুমার মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।
আরও পড়ুন: ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণ, শোকবার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর
শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত (JNU First Woman Vice Chancellor) জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য। শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত ১৫ জুলাই ১৯৬২ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সাল থেকে শিক্ষাগতা করছেন। গবেষণা শুরু করেছেন ১৯৮৫ সাল থেকে। নানা বিষয়ে তাঁর গবেষণা পত্র রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। হায়দরাবাদের স্টাডিজ রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান অ্যাসেসিয়েশন অফ আমেরিকার স্টাডিজ, অন ইন্ডিয়া পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন, ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ার সেকুলার সোসাইটির সঙ্গে যুক্ত রয়েছে। ভারতীয় সংসদ ও পররাষ্ট্র নীতি (১৯৯০) এবং এশিয়া- এথিক্স অ্যান্ড পলিসি নিয়েও তাঁর বই রয়েছে।
advertisement
আরও পড়ুন: গায়িকা লতাকে তো দেখেছেন, 'নায়িকা' লতাকে দেখুন এই অদেখা অ্যালবামে...
শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তনী। এই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি করেছিলেন তিনি। ১৯৮৮ সালে গোয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজ শুরু করেন। তামিল, তেলেগু, সংস্কৃত, হিন্দি, মরাঠি, ইংরেজি-সহ একাধিক ভাষায় দক্ষতা রয়েছে তাঁর। শান্তিশ্রী পণ্ডিত আগামী এক সপ্তাহের মধ্যেই কাজে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ১২ জন উপাচার্য পেয়েছে। তার মধ্যে অধ্যাপক পণ্ডিতই প্রথম মহিলা উপাচার্য হলেন।
advertisement
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
JNU First Woman Vice Chancellor: শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত, প্রথম মহিলা উপাচার্য পেল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement