ICSE, ISC Semester 1 Results 2021 Declared: আইসিএসই ও আইএসসি বোর্ড পরীক্ষার প্রথম সেমেস্টারের ফল ঘোষণা হল, জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
রিচেকিংয়ের জন্য আবেদনের শেষ দি ১০ ফেব্রুয়ারি, সকাল ১০ টার মধ্যে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলতে হবে পরীক্ষার্থীদের। (ICSE, ISC Semester 1 Results 2021 Declared)
#নয়াদিল্লি: প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি বোর্ড পরীক্ষার প্রথম সেমেস্টারের ফল (ICSE, ISC Semester 1 Results 2021 Declared)। দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ফলাফল সোমবার সকাল ১০ টায় প্রকাশিত হল। পরীক্ষার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট cisce.org-তে গিয়ে ফলাফল দেখতে পারবেন (ICSE, ISC Semester 1 Results 2021 Declared)। যদি কোনও বিষয়ে পুনরায় দেখার আবেদন করতে চান পড়ুয়ারা, সেই বিকল্পও রয়েছে। প্রতি বিষয়ের জন্য ১০০০ টাকা করে জমা দিতে হবে (ICSE, ISC Semester 1 Results 2021 Declared)। রিচেকিংয়ের জন্য আবেদনের শেষ দি ১০ ফেব্রুয়ারি, সকাল ১০ টার মধ্যে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলতে হবে পরীক্ষার্থীদের।
এটি প্রথম সেমিস্টারের ফল প্রকাশিত হল। এর পর দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশের পর ফাইনাল রেজাল্ট বের হবে। প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের নম্বর গড় করে তার পর ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হবে। আজই দ্বিতীয় সেমিস্টারের দিন ঘোষণা করবে বোর্ড। প্রতি বিষয়ে পরীক্ষার্থীদের অন্তত ৩৩ শতাংশ নম্বর পেতে হবে পাশ করার জন্য। সম্ভবত মার্চ-এপ্রিলে নেওয়া হবে দ্বিতীয় সেমিস্টার। দিন ঘোষণা করবে বোর্ড।
advertisement
আরও পড়ুন: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
কয়েকদিন আগেই একটি নির্দেশিকা জারি করে নিয়ামক সংস্থা 'কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জামিনেশন্স। সমস্ত স্কুলেই এই নির্দেশিকা পাঠানো হয়। নির্দেশিকা মতোই এদিন কাউন্সিলের কেরিয়ার পোর্টাল এবং ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে। এ ছাড়াও এসএমএস-এর মাধ্যমেও এই ফলাফল জানা যাবে। স্কুলগুলি কাউন্সিলের কেরিয়ার পোর্টালে গিয়ে স্কুলের প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল দেখতে পারবে। পরীক্ষার্থীরাও কাউন্সিলের ওয়েবসাইট-www.cisce.org থেকে নিজেদের ইউনিক আইডি এবং ইনডেক্স নম্বর দিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: স্নাতকদের জন্য দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরির সুবর্ণ সুযোগ, ৭২ পদে নিয়োগ! জানুন
এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে হলে পরীক্ষার্থীদের আইসিএসই-আইএসসি লিখে তার পাশে ইউনিক আইডি লিখতে হবে এবং ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে পাঠিয়ে দিতে হবে। কোনও পরীক্ষার্থী যদি নিজের ফলাফলে সন্তুষ্ট না হয়, তা হলে তারা আবার পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার আবেদন করতে পারবে। অনলাইনে এই আবেদন করা যাবে। তবে ফলাফল বেরনোর তিন দিনের মধ্যেই করতে হবে এই আবেদন। আবেদন করার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।
Location :
First Published :
February 07, 2022 10:57 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ICSE, ISC Semester 1 Results 2021 Declared: আইসিএসই ও আইএসসি বোর্ড পরীক্ষার প্রথম সেমেস্টারের ফল ঘোষণা হল, জানুন