Recruitment 2022: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
- Published by:Raima Chakraborty
Last Updated:
আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ ফেব্রুয়ারি, ২০২২ থেকে। আবেদন করতে হবে অনলাইনে। (Recruitment 2022)
Eastern Coalfields Limited Recruitment: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে২০ ফেব্রুয়ারি, ২০২২ থেকে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ দিন আগামী ১০ মার্চ, ২০২২। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
Eastern Coalfields Limited Recruitment: শূন্য পদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩১৩টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
Eastern Coalfields Limited Recruitment: শূন্য পদের বিস্তারিত বিবরণ
জেনারেল ক্যাটেগরি–১২৭টি পদ
অর্থনৈতিক ভাবে অনগ্রসর বর্গ– ৩০টি পদ
advertisement
ওবিসি– ৮৩টি পদ
তফসিলি জাতি– ৪৬টি পদ
তফসিলি উপজাতি–২৩টি পদ
Eastern Coalfields Limited Recruitment: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে easterncoal.gov.in- অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
হোমপেজে দেওয়া 'রিক্রুটমেন্ট' ট্যাবে ক্লিক করতে হবে
Mining Sirdar-এর জন্য আবেদন করতে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে
প্রার্থীদের বিস্তারিত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। প্রার্থীরা আবেদনপত্র পূরণের পর ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
advertisement
আরও পড়ুন: ওরাকল স্পিকস ৬ ফেব্রুয়ারি; দেখুন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে আপনার সৌভাগ্য
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (Eastern Coalfields Limited) |
পদের নাম: | Mining Sirdar |
শূন্য পদের সংখ্যা: | ৩১৩ |
কাজের স্থান: | পশ্চিমবঙ্গ |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | ২০.০২.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | মাসিক ৩১,৮৫২ টাকা |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: ১০.০৩.২০২২
Eastern Coalfields Limited Recruitment: আবেদনের যোগ্যতা
যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ১০+২ পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যথার্থ Mining Sirdar সংক্রান্ত সার্টিফিকেট জমা দিতে হবে।
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা বৈধ ডিগ্রীর সার্টিফিকেট, বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট এবং বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট জমা দিতে হবে।
advertisement
Eastern Coalfields Limited Recruitment: বেতনক্রম
প্রার্থীদের মাসিক ৩১,৮৫২ টাকা বেতনক্রম ধার্য করা হয়েছে।
Location :
First Published :
February 06, 2022 8:40 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?