Paschim Medinipur News: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করার সুযোগ, জানুন বিস্তারিত 

Last Updated:

Paschim Medinipur News: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চাকরির সুযোগ।অতিথি অধ্যাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
পশ্চিম মেদিনীপুর: চাকরি খুঁজছেন? আপনার জন্য সুবর্ণ সুযোগ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন বিভাগে অধ্যাপনা করার সুযোগ দিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সাঁওতালি ভাষায় সাবলীল এমন প্রার্থীদের জন্য এই সুযোগ থাকছে।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে অতিথি শিক্ষক হিসাবে নিয়োগ করা হবে। নিযুক্তদের রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন বিভাগে কাজ করতে হবে। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে আবেদনকারীকে যাচাই করা হবে।
রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন বিষয়ে পিএইচডি করেছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। তাঁদের সাঁওতালি মাধ্যমে (অলচিকি লিপি) পড়তে এবং লিখতে পারার দক্ষতা থাকা আবশ্যক। স্নাতকোত্তর প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে ৫৫ শতাংশের বেশি নম্বর থাকা বাঞ্ছনীয়।
advertisement
advertisement
এ ছাড়াও আবেদনকারীদের ইউজিসি/ সিএসআইআর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এর মতো সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের তরফে পিএইচডি প্রাপ্ত প্রার্থীদের অন্তত দু’টি গবেষণাপত্র প্রকাশিত হওয়া আবশ্যক।
advertisement
সংশ্লিষ্ট পদে ৩১ অক্টোবর বেলা সাড়ে ১২টা নাগাদ ইন্টারভিউ নেওয়া হবে। বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় নথি সাথে নিয়ে উপস্থিত থাকতে হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বিশেষ ভবনে।
এই সম্পর্কে আরও জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Paschim Medinipur News: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করার সুযোগ, জানুন বিস্তারিত 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement