Ramakrishna Mission:Howrah News: মাত্র ৪ হাজার টাকায় ৪ মাসের 'ক্র্যাশ কোর্স' রামকৃষ্ণ মিশনে, চাকরি পেতে অত্যন্ত জরুরি এটি! বিশদে জানুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Ramakrishna Mission: কর্মজগতে আত্মবিশ্বাস বাড়াতে মাত্র ৪ মাসের বিশেষ কোর্স রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের! কম খরচে পেশাদারি দক্ষতার সুযোগ নিতে জেনে নিন বিস্তারিত।
হাওড়া: পড়ুয়াদের পেশাদার জীবনের কথা ভেবে একটি বিশেষ বিষয়ে কোর্স চালুর কথা ভেবেছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। সফট স্কিল এবং পার্সোনাল ডেভেলপমেন্ট কোর্সের মাধ্যমে শুধু পুঁথিগত শিক্ষা নয়, পড়ুয়াদের আত্মবিশ্বাস, কথোপকথনের দক্ষতা, সঠিক আচরণ, ব্যক্তিত্ব এবং দৃষ্টিভঙ্গি, এই বিষয়গুলির শিক্ষা দান করা হয়ে থাকে। যা চাকরি পাওয়া থেকে কেরিয়ার গড়া সব ক্ষেত্রেই কাজে লাগে।
আর তাই একজন পড়ুয়াকে আরও বেশি পরিণত করে ভাল কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। বর্তমান সময়ে অনলাইন সার্টিফিকেট কোর্সটি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং সেল বেসরকারি সংস্থা ‘এইএম টেকনোলজিস’-এর সঙ্গে যৌথভাবে এই কোর্সের আয়োজন করেছে।
আরও পড়ুন: ‘আর এক বছর, দিল্লিতে নতুন সরকার হবে’, হঠাৎ মমতার মুখে বড় দাবি! নেপথ্যে রয়েছে কোন অঙ্ক?
সংশ্লিষ্ট কোর্সটির মেয়াদ ৪ মাস। যে সমস্ত বিষয়ে এই পাঠক্রমে পড়ানো হবে, তার মধ্যে রয়েছে–
advertisement
advertisement
১) ইন্টারভিউ স্কিলস
২) লিডারশিপ স্কিলস
৩) বিজনেস কমিউনিকেশন স্কিলস
৪) পাবলিক স্পিকিং স্কিলস
৫) সেলফ মোটিফিকেশন স্কিলস
কোর্স ফি ৪ হাজার টাকা। এপ্রিলের শেষে শুরু হবে এই কোর্সগুলো। এমনকী কোর্স শেষে মিলবে প্রতিষ্ঠান এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি)-এর শংসাপত্র।
advertisement
আরও পড়ুন: সাধারণ একটা প্রশ্ন করতেই RPF-এর সামনে আমতা-আমতা! ৭ শিশুকে নিয়ে কী করতে চলেছিল ধৃতরা জানলে শিউরে উঠবেন
বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানতে পারবে পড়ুয়ারা। সফট স্কিলের উদাহরণগুলির মধ্যে রয়েছে সম্ভাব্য ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা, সহকর্মীদের পরামর্শদাতা করা, একটি দলকে নেতৃত্ব দেওয়া, একটি চুক্তি নিয়ে আলোচনা করা, নির্দেশাবলী অনুসরণ করা এবং সময়মতো কাজ সম্পন্ন করার ক্ষমতা।
advertisement
কঠোর দক্ষতা পরিমাপযোগ্য এবং সাধারণত আনুষ্ঠানিক শিক্ষা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অর্জিত হয়। ভাল সফট স্কিল সম্পন্ন কর্মীরা কোম্পানিগুলিকে উচ্চ স্তরের দক্ষতা এবং উৎপাদনশীলতা অর্জনে সহায়তা করতে পারে। কঠোর দক্ষতার বিপরীতে, আনুষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে নরম দক্ষতা অর্জন করা আরও কঠিন। পেশাদার জীবনের জন্য ব্যক্তিত্বের উন্নতিসাধনে অনেক কিছুই শেখার সুযোগ রয়েছে এই পাঠক্রমে।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2025 5:00 PM IST