Mamata Banerjee on Modi Government: 'আর এক বছর, দিল্লিতে নতুন সরকার হবে', হঠাৎ মমতার মুখে বড় দাবি! নেপথ্যে রয়েছে কোন অঙ্ক?

Last Updated:

Mamata Banerjee on Modi Government: নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেমদের সভায় হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অশান্তির জন্য সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে।

মোদি ও মমতা (ফাইল ছবি)
মোদি ও মমতা (ফাইল ছবি)
কলকাতা: গোটা বাংলা জুড়ে চলছে ওয়াকফ প্রতিবাদ। এর মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছে। এই অবস্থায় বারবার শান্তি বজায় রেখে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে খবর।
বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেমদের সভায় হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এই অশান্তির জন্য সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রের নীতি নিয়ে অভিযোগ তুলে মমতা বলেন, ‘তোমরা শিক্ষকদের চাকরি কেন খেলে? ত্রিপুরাতে বলেছিলে শিক্ষকদের চাকরি দেবে? দিয়েছ? উত্তর প্রদেশে ৬৯ হাজার চাকরি গিয়েছে। বড় বড় কথা বলছে যোগী। সবাইকে ভয় দেখিয়ে রেখেছে।’
advertisement
আরও পড়ুন: ‘বাইরে মুভমেন্ট করবেন না’, ওয়াকফ প্রতিবাদে বিকল্প পথ জানিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
নেতাজি ইন্ডোরে মমতার দাবি, ‘আগামী একটা বছর ধৈর্য ধরতে হবে। দিল্লিতে নতুন সরকার হবে। দরকার হলে যে আইনগুলো হয়েছে মানুষ বিরোধী, সেই আইনগুলো আবার সংশোধন করতে হবে। বাংলায় আন্দোলন করে লাভ নেই, দিল্লিতে আন্দোলন করুন।’ কেন এমন দাবি মমতার?
advertisement
advertisement
মমতা আরও বলেন, ‘আমার নামে জিন্দাবাদ দিয়ে লাভ নেই। ভারতীয় সংবিধানের নামে জিন্দাবাদ বলুন। ওয়াকফ প্রপার্টি অনেক হিন্দুরাও ডান করেছে। অনেক ওয়াকফ প্রপার্টি সোশ্যাল কাজ করে জন্য ডান করেছে হিন্দুরাও। অনেক ওয়াকফ প্রপার্টিতে হিন্দুরাও থাকে। বিজেপি আর কত ক্ষমতা নিতে চান? আপনাদের কি একার সরকার? দেখুন চন্দ্রবাবু নাইডু চুপচাপ, নীতিশ কুমার দেখুন চুপচাপ। আপনারা তো ওঁনাদের ভোট দেন। আপনাদের কি ভোট দেওয়া উচিত ছিল? একদম উচিত ছিল না। আপনার জন্য ওয়াকফের জন্য সংবিধান সংশোধন করতে হত। আপনি শুধু একটা বিল করেছেন।
advertisement
আরও পড়ুন: সাধারণ একটা প্রশ্ন করতেই RPF-এর সামনে আমতা-আমতা! ৭ শিশুকে নিয়ে কী করতে চলেছিল ধৃতরা জানলে শিউরে উঠবেন
মমতার বার্তা. ‘দরকার হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। রাস্তায় থাকুন। আমি বলছি তৃণমূল কংগ্রেসের সাংসদরাও থাকবেন। ইন্ডিয়া টিম-এর লোকেরাও থাকবেন। হিন্দু ভাইবোনদের বলব, এটা বিজেপি প্ররোচণা দিচ্ছে। ওদের সম্পত্তিতে হাত দিচ্ছে। আপনারও সম্পত্তিতে হাত দিলে আপনাদের গায়ে জ্বালা হত। তবুও আমরা প্রতিবাদ করেছি। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে।’
advertisement
মুখ্যমন্ত্রী ওয়াকফ প্রতিবাদীদের বিশেষ বার্তা দিয়ে বলেন, ‘বাইরে মুভমেন্ট করবেন না। দরকার হলে ইনডোর স্টেডিয়ামের ভিতরে করুন। আমরা শান্তি চাই।’ সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ‘‘মিটিংটা আমি ডাকেনি, সব ইমামরা ডেকেছেন। আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাই আমি এসেছি।’’ তাঁর কথায়, ‘‘আমার যেমন অধিকার নেই ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার করা, তেমনই আপনারও অধিকার নেই কারোও ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার নেওয়া। আমাদের সাংসদেরা কোর্টে কেস-ও করেছে।’’
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Modi Government: 'আর এক বছর, দিল্লিতে নতুন সরকার হবে', হঠাৎ মমতার মুখে বড় দাবি! নেপথ্যে রয়েছে কোন অঙ্ক?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement