Mamata Banerjee on Waqf Protest: 'বাইরে মুভমেন্ট করবেন না', ওয়াকফ প্রতিবাদে বিকল্প পথ জানিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee on Waqf Protest: ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর ছড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা থেকে এসেছে অশান্তির খবর৷ বারবার শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর ছড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা থেকে এসেছে অশান্তির খবর৷ বারবার শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা৷
এই অবস্থায় বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের নিয়ে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই প্রতিবাদীদের প্রতিবাদের বিকল্প পথ বলে দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: সাধারণ একটা প্রশ্ন করতেই RPF-এর সামনে আমতা-আমতা! ৭ শিশুকে নিয়ে কী করতে চলেছিল ধৃতরা জানলে শিউরে উঠবেন
তিনি বলেন, ‘বাইরে মুভমেন্ট করবেন না। দরকার হলে ইনডোর স্টেডিয়ামের ভিতরে করুন। আমরা শান্তি চাই।’ সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ‘‘মিটিংটা আমি ডাকেনি, সব ইমামরা ডেকেছেন। আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাই আমি এসেছি।’’ তাঁর কথায়, ‘‘আমার যেমন অধিকার নেই ব্যাক্তিগত সম্পত্তির উপর অধিকার করা, তেমনি আপনারও অধিকার নেই কারোর ব্যাক্তিগত সম্পত্তির উপর অধিকার নেওয়া। আমাদের সাংসদের কোর্টে কেস-ও করেছে। ’’
advertisement
advertisement
আরও পড়ুন: রান্নার গ্যাস বাঁচবে, টিম টিমে আঁচ হবে হাই ফ্লেম! কীভাবে? রইল সহজ উপায়
এরপরই বিরোধী বিজেপি’কে সরাসরি আক্রমণ করেন মমতা৷ সবাইকে অনুরোধ জানান, ‘‘আপনারা ফেক নিউস তৈরি করছেন…বাংলায় বিজেপি-এর কথায় কেউ উত্তেজিত হয়ে কেউ অশান্তি করবেন না।’’ পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য একাধিক স্তরে নজরদারি চালানো হচ্ছে। কোথাও যাতে গুজব না ছড়ায়, তার জন্য স্থানীয়দের সজাগ থাকতে অনুরোধ করা হয়েছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Waqf Protest: 'বাইরে মুভমেন্ট করবেন না', ওয়াকফ প্রতিবাদে বিকল্প পথ জানিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement