Kitchen Hacks: রান্নার গ্যাস বাঁচবে, টিম টিমে আঁচ হবে হাই ফ্লেম! কীভাবে? রইল সহজ উপায়
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Kitchen Hacks Gas: গ্যাসে রান্না করার পর সেটা ঠিক ভাবে পরিষ্কার করছেন তো? না হলে তেলময়লা লেগে সহজেই গ্যাস নোংরা হয়ে যাবে। গ্যাসও পুড়বে বেশি, জানুন
advertisement
advertisement
গ্যাসে রান্না করার পর সেটা ঠিক ভাবে পরিষ্কার করছেন তো? না হলে তেলময়লা লেগে সহজেই গ্যাস নোংরা হয়ে যাবে। এক বার করে রান্না করা হয়ে গেলেই অন্তত একটা শুকনো ন্যাকড়া দিয়ে গ্যাসের অভেনটি মুছে নেওয়া দরকার। অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখলে আপনার রান্নাঘরটাই দেখতে খারাপ লাগবে। এ ছাড়া যাতে রান্না করেন, সেটা যদি পরিষ্কার না করেন, পেটের অসুখের ঝুঁকিও কিন্তু থেকেই যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement