Ramakrishna Mission: রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্সের বিরাট সুযোগ! জানুন
- Published by:Sayani Rana
Last Updated:
সিভিল, মেকানিক্যাল, ইলেস্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা কোর্সে ভর্তি নেবে রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০ এপ্রিল। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল।
Ramakrishna Missionকলকাতা: সিভিল, মেকানিক্যাল, ইলেস্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা কোর্সে ভর্তি নেবে রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির। কোর্সটি এ আই সি টি ই (অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন) কর্তৃক অনুমোদিত। শুধু ছেলেরাই আবেদন করবেন।
শাখা অনুসারে আসন সংখ্যা: সিভিল ৬০টি, মেকানিক্যাল ৬০টি, ইলেস্ট্রিক্যাল ৪০টি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ৬০টি।
প্রার্থী বাছাই করা হবে একটি প্রবেশিকা পরীক্ষার এবং সেক্সওপো পরীক্ষায় প্রাপ্ত রেংক এর ভিত্তিতে
advertisement
যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করতে হবে। সঙ্গে অঙ্ক ও ফিজিক্যাল সাইন্সে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। পাশাপাশি জেক্সপো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
advertisement
অন্যান্য যোগ্যতা: প্রার্থীর স্বাভাবিক রং চেনার ক্ষমতা থাকতে হবে, রং চেনার ক্ষমতা যাচাইয়ের জন্য দেখুন এই ওয়েবসাইটে https://belursat.org/colourtest.pdf
বয়স: ১/৭/২০২৩ তারিখের মধ্যে ২১ বছরের হতে হবে।
advertisement
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.shilpamandir.org।
আবেদনের শেষ তারিখ: রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০ এপ্রিল। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল।
কোর্স ফি: ফি বাবত দিতে হবে ৫০ টাকা।
বিশদ তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট: www.shilpamandir.org, https://belursat.org/colourtest.pdf প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: (০৩৩) ২৬৫৪ ৯৩৮১।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2023 11:37 AM IST








