১০০ শতাংশ স্কোর জয়েন্ট এন্ট্রান্স মেন-এ! দেশের সেরা তালিকায় পূর্ব বর্ধমানের দেবদত্তা, চিনে নিন এই মেয়েকে

Last Updated:

মাধ্যমিকে প্রথম, জেইই মেন এর প্রথম সেশনে প্রথম, এ বার দ্বিতীয় সেশনেও প্রথম স্থান দখল করে নিল পূর্ব বর্ধমানের দেবদত্তা মাঝি।

দেবদত্তা মাঝি 
দেবদত্তা মাঝি 
পূর্ব বর্ধমান: মাধ্যমিকে প্রথম, জেইই মেন এর প্রথম সেশনে প্রথম, এ বার দ্বিতীয় সেশনেও প্রথম স্থান দখল করে নিল পূর্ব বর্ধমানের দেবদত্তা মাঝি। শুক্রবার প্রকাশিত জেইই মেন এর ফলাফলে দেখা যায় রাজ্য থেকে যুগ্ম ভাবে প্রথম হয়েছে অর্চিষ্মান নন্দী এবং দেবদত্তা মাঝি। সর্বভারতীয় স্তরের এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ২৪ জনের এনটিএ স্কোর ১০০, সেই তালিকাতেও দুজন মেয়ের মধ্যে অন্যতম দেবদত্তা মাঝি।
সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (JEE) মেন পরীক্ষায় দ্বিতীয় সেশনেও নজর কাড়ল পূর্ব বর্ধমানের কাটোয়ার মেয়ে। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের বাসিন্দা দেবদত্তা মাঝি।
advertisement
advertisement
কাটোয়া শহরের দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা। মাধ্যমিকে ৭০০ নম্বরের পরীক্ষায় সে পেয়েছিল ৬৯৭ নম্বর। যা শতাংশের নিরিখে ৯৯.৫৭। আর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (জেইই) মেন পরীক্ষায় প্রথম সেশনে দেবদত্তার প্রাপ্ত এনটিএ স্কোর ছিল ৯৯.৯৯৯২১। কিন্ত এবার দ্বিতীয় সেশনে প্রাপ্ত স্কোর পুরোপুরি ১০০।
দেবদত্তার মা দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুলেরই শিক্ষিকা এবং বাবা আসানসোলের একটি কলেজের অধ্যাপক। বাড়িতে আগাগোড়া পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করে দেবদত্তা।
advertisement
দেবদত্তার মা জানিয়েছেন, প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সে পড়াশোনা করে। জানা গিয়েছে, বাংলা এবং ইংরেজির শুধু গৃহশিক্ষক রয়েছে তার, আর বাকি সবটাই অনলাইনে। দেবদত্তার মা আরও জানিয়েছেন, এরপর দেবদত্তা জেইই এডভ্যান্স পরীক্ষা দেবে। তারপর ওটাই ভাল ফলাফল করলে আইআইটি বা ব্যাঙ্গালোরে আইআইএসসি তে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
১০০ শতাংশ স্কোর জয়েন্ট এন্ট্রান্স মেন-এ! দেশের সেরা তালিকায় পূর্ব বর্ধমানের দেবদত্তা, চিনে নিন এই মেয়েকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement