Primary Teachers Recruitment: থমকে ইন্টারভিউ, বেরোয়নি শেষ পরীক্ষার ফল! এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বড় বিজ্ঞপ্তি জারি পর্ষদের

Last Updated:

Primary Teachers Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে বর্তমান পরিস্থিতি জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে বর্তমান পরিস্থিতি জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত তিন বছরে দু’বার টেট পরীক্ষা নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার পরেই থমকে ইন্টারভিউ। বেরোয়নি শেষ পরীক্ষার ফলও।
বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ভারতের মহামান্য সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় নিয়োগ সংক্রান্ত সংরক্ষণ তালিকা বর্তমানে কার্যকরী অবস্থায় নেই। এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ সংক্রান্ত সংরক্ষণের তালিকা প্রস্তুত করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: শুধু গুলি করা নয়, পহেলগাঁওয়ে হামলার সময় আরও এক ভয়ঙ্কর জিনিস করছিল জঙ্গিরা! কী জানেন? শুনে হাড়হিম হয়ে যাবে
প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, ওবিসি শংসাপত্র বাতিল মামলার কারণেই সম্পূর্ণ তালিকা পাচ্ছে না তারা। তার ফলে পরীক্ষা নিয়েও যোগ্য শিক্ষক পদপ্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করতে পারছে না পর্ষদ।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘বড়’ অ্যাকশন শুরু কাশ্মীরে, পহেলগাঁওয়ের ৬০ কিমি দূরে কাদের খোঁজ পেল সেনা! গভীর জঙ্গলে চলছে লড়াই
২০২২ সালে টেট উত্তীর্ণ হয়েছিলেন দেড় লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ৬৯ হাজার ৪০৮ জন ছিলেন মহিলা, ৮১ হাজার ৭৭ জন পুরুষ। এ ছাড়া, ৬ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী। সেই সময়ে বর্তমান পর্ষদ সভাপতি ঘোষণা করেছিলেন, উত্তীর্ণদের দ্রুত ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল ২০২৩-এর ১০ ফেব্রুয়ারি। তার পরে কেটে গিয়েছে দু’বছর। বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়াও শুরু করেনি পর্ষদ। যার জেরে যোগ্য চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Primary Teachers Recruitment: থমকে ইন্টারভিউ, বেরোয়নি শেষ পরীক্ষার ফল! এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বড় বিজ্ঞপ্তি জারি পর্ষদের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement