Kulgam Gunshots: 'বড়' অ্যাকশন শুরু কাশ্মীরে, পহেলগাঁওয়ের ৬০ কিমি দূরে কাদের খোঁজ পেল সেনা! গভীর জঙ্গলে চলছে লড়াই
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Kulgam Gunshots: পহেলগাঁও থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের কুলগাঁওতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গিদেরই গুলির লড়াই শুরু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
কুলগাঁও: মঙ্গলবারই কাশ্মীরের পহেলগাঁও উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে ২৭ জন পর্যটকের। তার কয়েক ঘণ্টার মধ্যেই এবার গুলির আওয়াজ শোনা গেল কুলগাঁও থেকে। দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওতে সকাল থেকেই জঙ্গিদের খোঁজে চলছে চিরুণি তল্লাশি। জম্মু-কাশ্মীরের পুলিশ সূত্রে খবর, টাঙ্গিমার্গ এলাকায় শোনা গিয়েছে গুলির শব্দ।
মনে করা হচ্ছে, পহেলগাঁও থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের কুলগাঁওতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গিদেরই গুলির লড়াই শুরু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। যদিও এখনও কোনও খবর নিশ্চিত করেনি ভারতীয় সেনা বা প্রশাসন। বুধবার বিকেল থেকে দু’তরফের গুলির লড়াই শুরু হয়েছে।
আরও পড়ুন: শুধু গুলি করা নয়, পহেলগাঁওয়ে হামলার সময় আরও এক ভয়ঙ্কর জিনিস করছিল জঙ্গিরা! কী জানেন? শুনে হাড়হিম হয়ে যাবে
পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর ঘাতক বাহিনীর হামলায় মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার জঙ্গিহানায় ২৬ জন পর্যটক এবং স্থানীয় এক টাট্টুচালক নিহত হয়েছিলেন। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে অনুপ্রবেশকারী ওই দলটিই মঙ্গলবারের হত্যালীলা চালিয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: সবুজ পাইনবনের পহেলগাঁওতে চলছে ঝাঁকে ঝাঁকে গুলি, রক্তের বন্যা! হঠাৎ পুলিশের কাছে ফোন! কে করেছিলেন সেই ফোন? সামনে এল পরিচয়
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গিহামলা। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ জন। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ আচমকাই পহেলগাঁওয়ের ভ্যালিতে হামলা চালায় জঙ্গিরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জঙ্গিরা প্রত্যেকেই এসেছিল সেনার পোশাকে। তাদের প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। তাতে লাগানো ছিল ক্যামেরা। ২৭ জনকে পর পর খুনের সময় হেলমেটে লাগানো ক্যামেরায় গোটা ঘটনার ভিডিও করছিল তারা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2025 6:51 PM IST