উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যায় ভয়? এই 'ছোট্ট' নিয়ম মানলেই মিলবে ভাল নম্বর! কী কী পড়তে হবে ভাল করে?

Last Updated:

HS Suggestion 2025: এই কয়েকটা নিয়ম মেনে পরীক্ষা দিলে পদার্থবিদ্যায় ভাল নম্বর পাওয়া যেতে পারে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বেলেঘাটা দি লি কলিন্স হাই স্কুলের শিক্ষক সিদ্ধার্থ চক্রবর্তী।

+
এই

এই সহজ নিয়ম মানতে পারলে পদার্থবিদ্যায় ভাল নম্বর

হাওড়া: উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যায় দুর্বল? ওঠে না ভাল নম্বর? জানেন, পদার্থবিদ্যায় যে কয়েকটি দিক গুরুত্ব দিলে ভাল নম্বর পাওয়া যেতে পারে এখনও। এই ‘ছোট্ট’ নিয়ম মানলেই মিলবে ভাল নম্বর! জানাচ্ছেন, বেলেঘাটা দি লি কলিন্স হাই স্কুলের শিক্ষক সিদ্ধার্থ চক্রবর্তী। তিনি জানান, ভাল নম্বর পেতে পাঠ্য বই গুরুত্ব সহকারে পড়তে হবে। ছোট প্রশ্নের উত্তরের জন্য খুঁটিয়ে খুঁটিয়ে পাঠ্য বই পড়া প্রয়োজন বলেই জানাচ্ছেন শিক্ষক। পাঠ্য বই পড়ার অভ্যাস কম হলে প্রশ্নের উত্তর দিতে সমস্যা হতে পারে।
এর পর গ্রুপ বি, তে দুই নম্বরের পাঁচটি প্রশ্ন। গ্রুপ সি নয়টি প্রশ্ন তিন নম্বর করে। এবং গ্রুপ ডি পাঁচটা প্রশ্ন তিন নম্বর করে। ইলেকট্রো ট্যাটিক্সসের ট্যান এ ও ট্যান বি পজিসন। গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র যা এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলেকট্রিসিটি, ইলেক্ট্র ম্যাগনেটিক ওয়েব, অপটিক্সের লেন্স মেকার ফর্মুলা ১/f এর বিভিন্ন ফর্মুলা গুরুত্বপূর্ণ। এর উপর ভিত্তি করে এক দুই নম্বরের প্রশ্ন আসতে পারে।
advertisement
advertisement
ট্রানজিস্টার পার্ট অ্যাপ্লিফিকেশন ফ্যাক্টর হাফ ওয়ে ফুল ওয়ে রেক্টিফায়ার। গেট সত্যসারনী বা ট্রুথ টেবল গুরুত্বপূর্ণ। পাঠ্য বইয়ের উদাহরণ থেকে প্রয়োগমূলক কিছু অঙ্ক গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষার আসার সম্ভাবনা প্রচুর।
advertisement
যেমন ক্যাপাসিটর থেকে অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি। অ্যাম্পিয়ার সার্কিট লবা টরয়েড সলিনয়েড থেকে প্রশ্ন আসার সম্ভাবনা। অপটিক্যাল ইন্সট্রুমেন্ট অণুবীক্ষণ বা দুরবীক্ষণ যন্ত্র। হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তর। এর মধ্যে থেকে অঙ্ক বা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এসি ও জেনারেটর গুরুত্বপূর্ণ। এছাড়াও অল্টারনেটিভ ইলেকট্রিক গুরুত্বপূর্ণ। কির্সফের ফর্মুলার তার উপর ভিত্তি করে অঙ্ক আসার সম্ভাবনাও রয়েছে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যায় ভয়? এই 'ছোট্ট' নিয়ম মানলেই মিলবে ভাল নম্বর! কী কী পড়তে হবে ভাল করে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement